কাঠ গোলাপ: কবিতা, রঙ আর ভালবাসা

কাঠ গোলাপ এক দারুন ফুল। রঙ সাদা। চমৎকার ঘ্রাণ। সাধারণ গোলাপ ফুলের মত এই ফুল নয় আবার গাছও অনেক বড়। যেন একটি অর্থকরী কাঠ গাছ।  

কাঠ গোলাপ নিয়ে কবিতা আছে-গান আছে। কাঠ গোলাপ যেন বান্ধবী যাকে নিয়ে কবিতা লেখা যায়। কাঠ গোলাপ ফুল নিয়ে কবিতা, গান আর ক্যাপশন প্রিয়জনকে ভালবাসা বুঝিয়ে দেবার প্রিয় উপহার।

কাঠ গোলাপ
কাঠ গোলাপ গাছ। কাঠ গোলাপ ফুলের ছবি: Jess Loiterton, Pexels

কাঠ গোলাপ ফুলের কবিতা

শ্রদ্ধা, ভদ্রতা এবং নম্রতা একটি সাদা কাঠ গোলাপ। আর প্রেম এক লাল কাঠ গোলাপ। কেউ একজন লিখেছেন -

“কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি,

আবছা নীল তোমার লাগে ভালো।”


এস. এ মুরসালিন “কাঠ গোলাপ আমার প্রেমিকা” শিরোনাম দিয়েছেন তার বইয়ের।


কাঠ গোলাপ ফুলের পূর্ণাঙ্গ কবিতা

কাঠ গোলাপের কবিতা পড়ুন-

কাঠগোলাপের ঠোঁটে 

শুভ্র প্রেমের ছায়ায়

সবুজ-সাদায় কিংবা লালে হেসে

তুমি এলে,

প্রিয়তমা।


কাঠচাঁপা কি জানে,

তোমার বুকে আরো শুভ্র প্রেম,

আরো বেশি সাহস তোমার মনে?


গুচ্ছ গুলাচ সবুজ পাতার ফাঁকে

আমায় যেন ডাকে

ইশারাতে দূরের স্মৃতি নিয়ে 

তোমায় কাছে আনে। 


- জিসান আল যুবাইর

কাঠ গোলাপ নিয়ে কবিতা শেয়ার করা যাবে, কিন্তু লেখকের নাম উল্লেখ করতে হবে।



কাঠ গোলাপ ফুল সম্পর্কে কিছু তথ্য

কাঠগোলাপ ইংরেজি: Frangipani, এবং কাঠগোলাপের বৈজ্ঞানিক নাম Plumeria।

লাল কাঠ গোলাপ এবং সাদা কাঠ গোলাপ উভয়টি ভিন্ন ভিন্ন কাঠ গোলাপ গাছে দেখতে পাওয়া যায়।

অঞ্চলভেদে কাঠচাঁপা, গরুড়চাঁপা, গোলাইচ, গোলকচাপা, চালতাগোলাপ, গুলাচ, গুলাচিচাঁপা ইত্যাদি নামে ডাকা হয় কাঠ গোলাপকে।

পৃথিবীতে Plumeria বর্গের প্রায় ৩০০ নামধারী ভিন্ন ফুলের গাছ রয়েছে।

ফুলটির বিভিন্ন প্রজাতি আমেরিকা, মেক্সিকো, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আমেরিকা ছাড়াও ব্রাজিলের নানান এলাকায় দেখা যায়।


আরো পড়ুন: গোলাপ জল তৈরির নিয়ম। 


কাঠ গোলাপ নিয়ে ক্যাপশন

সবুজ পাতার আড়ালে একগুচ্ছ কাঠগোলাপ। 

কাঠ গোলাপ মৃত্যুহীন প্রাণের প্রতীক।

কাঠ গোলাপের সাদার মায়ায় তোমার কথা খুব মনে পড়ে। কি যে সাদা এক মুহূর্ত ছিল!

কালো মিথ্যাটাকে শুভ্র রঙে ঢেকে দিলাম-কাঠ গোলাপে।

কাঠ গোলাপের বৃন্তে হাজারো অদেখা স্বপ্ন- নিছক বিলাসিতা নয়।

“মাঝে মাঝে অবাক হয়ে ভাবি। কাউকে আকর্ষণ করার কি যে এক ক্ষমতা এই শুভ্র কাঠগোলাপ ফুলের!”- কাঠ গোলাপ নিয়ে স্ট্যাটাস।


কাঠ গোলাপের বৈশিষ্ট্য

সারা বছর ফুল ফুটে। গ্রীষ্ম, বর্ষা ও শরৎকালে কাঠ গোলাপ তার পাখা মেলে। 

দেখতে লালচে গোলাপি রঙ, অথবা দুধের মতো সাদা, কিংবা সাদা পাপড়ির ওপর হলুদ দাগ এমন হয়।

কাঠগোলাপ গাছ ৮ থেকে ১০ মিটার লম্বা হয়। গাছের পাতা ঠাণ্ডা আবহাওয়ায় ঝরে যায়। শীতের শেষে নতুন পাতা গজায় বসন্তে।

আকারে অনেক বড় ও পুরু হয় কাঠ গোলাপ গাছের পাতা।

বীজ, কাটিং এবং অঙ্গজ প্রজনন থেকে কাঠ গোলাপ গাছের বংশ বিস্তার হয়।

কাঠ গোলাপের উপকারিতা

সৌন্দর্য ও সুঘ্রাণ ছড়ানো এই গোলাপের সবচেয়ে বড় উপকারিতা। কাঠ গোলাপের রয়েছে কিছু ভেষজ গুণ।


কাঠগোলাপ ফুল নিয়ে কবিতা আছে, প্রেম আছে। সাধারণ গোলাপের মত এই ফুল দেখতে একরকম না হলেও মানুষ তাকে কেন ‘গোলাপ’ ডাকে। মানুষ নিশ্চয়ই এই ফুলকে অনেক ভালবাসে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form