গোলাপ ফুলে এত বিস্ময়!

তাজা গোলাপ ফুল মনের মাঝে এক ঝলক আনন্দ এনে দেয়। ভালবাসার সামিয়ানার নিচে সাদা গোলাপ হাতে প্রেমিক-প্রেমিকা গেয়ে উঠে- ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ’...। গোলাপে আছে হাজার বিস্ময়। 


গোলাপ ফুল
গোলাপ ফুল। ছবি: দিনক্ষণ-২৪.কম


বিজ্ঞানীরা গোলাপের পূর্ণ জিনগত কাঠামো উন্মোচন করতে সমর্থ হয়েছেন। 

গোলাপ থেকে সুগন্ধি আসে। ভালোবাসার লাল গোলাপ এবং অন্যান্য গোলাপ ছবি এই পোস্টে উপস্থাপিত হচ্ছে।

গোলাপ গাছের কচি পাতা
গোলাপ গাছের কচি পাতা। ছবি: দিনক্ষণ-২৪.কম


বহুবর্ষজীবী ফুলের গাছ গোলাপ। এর রয়েছে অন্তত কয়েক শত প্রজাতি এবং হাজারো উপজাত।

আরো পড়ুন: বাড়ান্দায় গাঁদাফুল চাষ

প্রায় ৫০০ কোটি বছর আগে আমেরিকাতে প্রথম গোলাপটি আজকের দিনের আধুনিক কলোরাডোতে পাওয়া গিয়েছিল। 

অনেকে বলেন- হাজার হাজার বছর আগে সম্ভবত চীনে প্রথম গোলাপের চাষ শুরু হয়।

গোলাপের বৈজ্ঞানিক নাম রোজা  (Rosa)।

জীন কাঠামোর সাথে স্ট্রবেরি ফলের কাঠামোর অনেক মিল রয়েছে।

৮ বছর ধরে  ফ্রান্সের লিও শহরে  গোলাপ নিয়ে গবেষণা করে প্রকল্প নেতা মোহামেদ বেনদাহমানে জানিয়েছিলেন-

আগামীতে নতুন রং এবং গন্ধ সমৃদ্ধ গোলাপ তৈরি করা যাবে।



গোলাপ নিয়ে উক্তি-

গোলাপ নিয়ে কবিতা গোলাপের শত আবেদনকেই সামনে নিয়ে আসে। গোলাপের কাটা থেকে তুলে নিয়ে আসে গোলাপের প্রতি মানুষের অনুরাগ-

“গোলাপ কেন রক্ত রাঙা হলো

তুমি বলো-

গোলাপ ফুলে প্রেম কে রেখে গেলো?”

-জিসান আল যুবাইর

আরো পড়ুন: কী ভাবে তৈরি হয় গোলাপ ফুলের লাড্ডু?

গোলাপ ফুলের বাগান করা একটি সখের ব্যাপার। তবে বাড়ান্দায় টবে গোলাপ চাষ চমৎকার ব্যাপার। 

গোলাপ ফুলের বাগানের ছবি তোলা এবং গোলাপ ফুলের তোড়া বানানো সময়ের  ব্যাপার তখন। এটা যেন ডাল-ভাত। বাড়ান্দায় গিয়ে কয়েকটি মিশ্র রঙ্গের গোলাপ ছিঁড়ে নিলেই হলো।

বাড়ান্দায় তাজা গোলাপ ফুটলে গোলাপ ফুল দেখতে ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রামে যেতে হয় না।

আরো পড়ুন: আইস প্ল্যান্টে যখন প্রথম ফুল হয়

ফুলের দোকানে আপনি যখন ফুল কিনতে যাবেন তখন দেখবেন বিভিন্ন রকমের গোলাপ রয়েছে। বিভিন্ন রংয়ের গোলাপ। যেমন লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ ইত্যাদি। এমনকি নীল গোলাপও রয়েছে। তরুণীরা লাল গোলাপ শুধু নয় খোপায় কাঠ গোলাপও গুজে নিতে চায়।

গোলাপ ফুল ওষুধ, প্রসাধনী ও খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। জাম, জেলি, মারমেলড এবং স্যুপ তৈরিতে গোলাপ নির্যাস দেওয়া হয়।


গোলাপ কিছু ত্বকের পণ্য এবং কিছু মেকআপ পণ্য বানাতে দারুন সাহায্য করে। গোলাপের আতর ও সুগন্ধি বেশ চলে।

গোলাপজল খুব চমৎকার পানীয়। এটি খাবারে দেওয়া হলে সুগন্ধ ছড়ায়। 

গোলাপের পাপড়ি বা ফুলের কুঁড়ি মাঝে মধ্যে সাধারণ চাকে স্বাদযুক্ত অসাধারণ করে।

গুলকান্দ নামে গোলাপের পাপড়িগুলির একটি মিষ্টিতে ব্যবহৃত পণ্য ভারতীয় উপমহাদেশে প্রচলিত। 

গোলাপ দিয়ে রি রুহ আফজা একটি গোলাপী সিরাপ। এটি খাদ্য ও ওষুধ হিসেবে কাজ করে।

লাল গোলাপ

লাল গোলাপ
লাল গোলাপ ফুল। ছবি: দিনক্ষণ-২৪.কম


লাল গোলাপ ফুল দেখতে অসাধারণ। লাল গোলাপ ভালোবাসা প্রকাশের প্রতীক হয়ে উঠেছে।

লাল গোলাপ গাছ সুবজ পাতা ও কাটার মাঝে গোলাপকে তুলে রাখে ওপরে। 

লাল গোলাপ ফুলের ছবি দেখলে মন ভরে যায়। 


বড় গোলাপ ফুলের ছবি কিংবা তাজা গোলাপ ফুলের ছবি বাড়ির আঙিনা এবং মনের আঙিনা রাঙিয়ে দেয়।


সাদা গোলাপ

সাদা গোলাপ
সাদা গোলাপ ফুল। ছবি: দিনক্ষণ-২৪.কম


সাদা গোলাপ ফুল দেখতে সুন্দর। কিন্তু ‘সাদা গোলাপ’ জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ের একদল অধ্যাপক এবং শিক্ষার্থীদের নেতৃত্বে তৃতীয় রাইখের সময়কালে গঠিত একটি দলেরও নাম ছিল। এরা অহিংস, বুদ্ধিজীবী প্রতিরোধী দল হিসেবে নাৎসী ছিল।

সাদা গোলাপ গাছে সাদা গোলাপ ফুলের ছবি দেখলে সাদা কবুতরের মত লাগে। এই দু’টিই শান্তির প্রতীক। একতা ও শুদ্ধতার প্রতীক।

জীবন শুরুর প্রতীক সাদা গোলাপ, জীবন শেষেরও প্রতীক এটি। তাই বিয়ে ও দাফনে সাদা গোলাপ রাখা হয়। কাউকে মিস করার সময়ও সাদা গোলাপ খোঁজা হয়।


হলুদ গোলাপ

হলুদ গোলাপ
হলুদ গোলাপ ফুল। ছবি: দিনক্ষণ-২৪.কম

কখনো যদি হলুদ গোলাপ ফুল হাতে নেয় কেউ তখন তার মনে খুশির আন্দোলন চলে। 

হলুদ গোলাপ ফুলের ছবি বা হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করে লোকেরা।

হলুদ গোলাপ গাছ দেখতেও দারুন। সবুজের ওপর হলুদ রঙ উজ্জ্বল করে রাখে চারদিক।



হলুদ সাদা গোলাপ

হলুদ সাদা গোলাপ ফুল হলুদ গোলাপের কাছাকাছি একটি গোলাপ ফুলের জাত। এটি দেখতে সুন্দর।

হলুদ সাদা গোলাপ গাছ যে ফুলটি ফুটায় তা সাদা ও হলুদের সংমিশ্রণ।

হলুদ সাদা গোলাপ ফুলের ছবি থাকে শান্ত কোমল বন্ধুদের হৃদয়ে।



কমলা গোলাপ

কমলা গোলাপ
কমলা গোলাপ ফুল। ছবি: দিনক্ষণ-২৪.কম


আবেগ, উৎসাহ, উদ্দীপনার প্রতীক কমলা গোলাপ। সহকর্মী বা সহযোদ্ধাকে প্রশংসা করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ। কমলা গোলাপ উপহার পাশে দাঁড়ানোর প্রতীক।

কমলা গোলাপ ফুল দিয়ে সাজানো ফুলের তোড়া বেশ সুন্দর হয়। পাশে থাকার জন্য কমলা গোলাপ ফুলের ছবিও ইমেইল করা যায়।


কালো গোলাপ

কালো গোলাপ
কালো গোলাপ ফুল। ছবি


কালো গোলাপ ফুলের অস্তিত্ব আছে জেনে নিশ্চয়ই গোলাপ নিয়ে অল্প জানা লোকেরা অবাক হয়। 

কালো গোলাপ গাছ আছে। সেখানে সবুজ পাতার ফাঁকে কালো গোলাপ অস্তিত্বের জানান দেয়।

কালো গোলাপ ফুলের ছবি দেখুন। বুঝবেন এটি আসলেই দুর্লভ।


নীল গোলাপ

নীল গোলাপ
নীল গোলাপ ফুল। ছবি


নীল গোলাপ ফুল। নাম শুনলে সন্দেহ জাগে যে এটিও সত্যি আছে দুনিয়ায়!

নীল গোলাপ গাছ আছে। সবুজ পাতাযুক্ত গাছে লাল নয় নীল গোলাপ ফুটে।

নীল গোলাপ ফুলের ছবি আপনার মনে গোলাপের বিচিত্র জগৎ নিয়ে কৌতুহল বাড়াবে।


বেগুনি গোলাপ

বেগুনি গোলাপ
বেগুনি গোলাপ ফুল। ছবি


এটিও বিস্ময়ের ব্যাপার যে পৃথিবীতে বেগুনি গোলাপ ফুল আছে। 

বেগুনি গোলাপ গাছ দেখতে হলে একটি সমৃদ্ধ গোলাপ নার্সািরিতে যেতে হবে।

বেগুনি গোলাপ ফুলের ছবি দেখে চর্মচক্ষু দিয়ে দেখার জন্য অপেক্ষা করতে থাকুন।


সবুজ গোলাপ

সবুজ গোলাপ
সবুজ গোলাপ ফুল। ছবি


গাছ  সবুজ। ফুলও সবুজ। অবাক ব্যাপার। সবুজ গোলাপ ফুল দেখতে হলে আপনাকে কতবার বৃক্ষমেলায় যেতে হবে তার ঠিক নেই।

মন্দভাগ্য না হলে শুরুর দিকেই একদিন পেয়ে যেতে পারেন সবুজ গোলাপ গাছ।

সবুজ গোলাপ ফুলের ছবি তুলে বন্ধু বা সবাইকে দেখাতে পারবেন। সবুজ গোলাপ ফুলের ছবি দেখে তারাও অবাক হবে।



কাঠ গোলাপ

কাঠ গোলাপ
কাঠ গোলাপ ফুল। ছবি: দিনক্ষণ-২৪.কম


কাঠ গোলাপ! হুম। ঠিক পড়েছেন। কাঠ গোলাপ ফুল রয়েছে। 

কাঠ গোলাপ গাছে কাঠ হয় না। মূলত এই কাঠ গোলাপও গোলাপ ফুল। নামটাই ভিন্ন- এই যা।

কাঠ গোলাপ ফুলের ছবি ওপরে দেওয়া আছে। দেখে নিন গোলাপের ছবি।


ক্যাথারান্থস গোলাপ

ক্যাথারান্থস গোলাপ
ক্যাথারান্থস গোলাপ ফুল। ছবি: দিনক্ষণ-২৪.কম


ক্যাথারান্থস গোলাপ ফুলকে নয়নতারা বলেও ডাকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষ।

লাল গোলাপ ফুলের মত ক্যাথারান্থস গোলাপ গাছে কাটা নেই। 

ক্যাথারান্থস গোলাপ ফুলের ছবি দেখে অনুমান করা যায় না যে এটিও গোলাপ। কারণ এই ফুলের আকৃতি বেশ বড় নয় আবার এটি গোলাপের মত পেচানোও নয়।



গোলাপি সাদা গোলাপ

গোলাপি সাদা গোলাপ
গোলাপি সাদা গোলাপ ফুল। ছবি: দিনক্ষণ-২৪.কম


গোলাপি সাদা গোলাপ ফুল ছোট ছোট পাঁপড়ি নিয়ে ফুটে থাকে।

গোলাপি সাদা গোলাপ গাছ বড় আকারের লাল গোলাপ জন্ম দেওয়া কাটাযুক্ত গাছের মত। এর পাতাও লাল গোলাপের গাছের পাতার মত।

দেখুন গোলাপি সাদা গোলাপ ফুলের ছবি। সাথে পাবেন কচি হালকা লাল পাতাগুলোও।



ভালোবাসা দিবসের গোলাপ ফুল অনেক বেশি সুন্দর। ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস। কিন্তু ১২ জুন লাল গোলাপ দিবস। পঞ্চদশ শতাব্দীতে ইংল্যান্ডে গোলাপ ফুল রাজ সিংহাসন দখলের প্রতীক হয়ে উঠেছিল বলে জানা যায়। রোমান সাম্রাজ্যের সময় মধ্যপ্রাচ্যে ব্যাপক গোলাপ চাষ হতো সুগন্ধি তৈরির জন্য।

গোলাপ ফুলের ছবি ডাউনলোড করা যাবে এবং যেখানে সেখানে ব্যবহার করাও যাবে কিন্তু এই পেইজের লিংকসহ সাইট নেম ‘দিনক্ষণ২৪.কম’ মেনশন করা না হলে  কপিরাইট বিধির লঙ্ঘন হবে।


Post a Comment

Previous Post Next Post

Contact Form