আওয়ামী লীগ এর রাজনৈতিক স্লোগানগুলো


শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাবেক নেতা। তিনি  বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান গ্রহণ করেন নি। 

দল হিসেবে আওয়ামীলীগ পুরনো ও জনপ্রিয়। তাদের স্লোগান মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে। আ’লীগের দলীয় প্রধান স্লোগান: ‘জয় বাংলা’।

‘জয়’ কিংবা জিন্দাবাদ সমার্থক হলেও এ নিয়ে বিতর্ক আছে। এক্ষেত্রে বেশি বিতর্ক ‘বাংলাদেশ’ নয় কেন- শুধু ‘বাংলা’ কেন- সেটি নিয়ে।

আওয়ামী লীগ স্লোগান


আওয়ামী লীগের দলীয় স্লোগান

বাংলাদেশ আওয়ামী লীগ ২৩ জুন ১৯৪৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দলটির প্রধান প্রতিপক্ষ বিএনপি হলেও জামায়াত তাদের বড় শত্রু। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় স্লোগান জয় বাংলা। দেখুন দলটির অন্যান্য স্লোগান।

আরো পড়ুন: জাসদের স্লোগান

আ’লীগের রাজনৈতিক স্লোগান

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্লোগান বেশ জনপ্রিয়। আওয়ামী লীগের রাজনতিক স্লোগান হলো-

জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।


আরো পড়ুন:  জাপা’র স্লোগান। 


আ’লীগের নেতা কেন্দ্রীক স্লোগান

কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়।

শেখ হাসিনা-শেখ হাসিনা

শেখ হাসিনার বাংলাদেশ


আরো পড়ুন: জামায়াতে ইসলামীর স্লোগান


আ’লীগের মারমুখী স্লোগান

একটা একটা শিবির ধর

ধইরা ধইরা জবা ই কর।


শিবির ধর-জ বাই কর


একশন-একসন।


খেলা হবে-খেলা হবে।


আওয়ামী লীগের ভোট কেন্দ্রীক স্লোগান

ডিজিটাল বাংলাদেশ।

স্মার্ট বাংলাদেশ

নৌকা/লগি-বৈঠা


আরো পড়ুন: বিএনপি’র রাজনৈতিক স্লোগান


আওয়ামী লীগের স্লোগানগুলো কতটা চমৎকার কিংবা চমৎকার নয় সেটা বেশ আলোচিত হয় বাংলাদেশের রাজনীতি মহলে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form