শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাবেক নেতা। তিনি বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান গ্রহণ করেন নি।
দল হিসেবে আওয়ামীলীগ পুরনো ও জনপ্রিয়। তাদের স্লোগান মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে। আ’লীগের দলীয় প্রধান স্লোগান: ‘জয় বাংলা’।
‘জয়’ কিংবা জিন্দাবাদ সমার্থক হলেও এ নিয়ে বিতর্ক আছে। এক্ষেত্রে বেশি বিতর্ক ‘বাংলাদেশ’ নয় কেন- শুধু ‘বাংলা’ কেন- সেটি নিয়ে।
আওয়ামী লীগের দলীয় স্লোগান
আ’লীগের রাজনৈতিক স্লোগান
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্লোগান বেশ জনপ্রিয়। আওয়ামী লীগের রাজনতিক স্লোগান হলো-
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।
আরো পড়ুন: জাপা’র স্লোগান।
আ’লীগের নেতা কেন্দ্রীক স্লোগান
কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়।
শেখ হাসিনা-শেখ হাসিনা
শেখ হাসিনার বাংলাদেশ
আরো পড়ুন: জামায়াতে ইসলামীর স্লোগান।
আ’লীগের মারমুখী স্লোগান
একটা একটা শিবির ধর
ধইরা ধইরা জবা ই কর।
একশন-একসন।
খেলা হবে-খেলা হবে।
আওয়ামী লীগের ভোট কেন্দ্রীক স্লোগান
ডিজিটাল বাংলাদেশ।
স্মার্ট বাংলাদেশ
নৌকা/লগি-বৈঠা
আরো পড়ুন: বিএনপি’র রাজনৈতিক স্লোগান।
আওয়ামী লীগের স্লোগানগুলো কতটা চমৎকার কিংবা চমৎকার নয় সেটা বেশ আলোচিত হয় বাংলাদেশের রাজনীতি মহলে।