জামায়াতে ইসলামী’র দলীয় স্লোগান ও ইসলামী রাজনীতি

 

স্লোগানের দিক থেকে পিছিয়ে নেই জামায়াত। ইসলামিক দল হলেও গণতান্ত্রিক অন্যান্য দলের মত জামায়াতেরও রয়েছে স্লোগান।

জামায়াতের দলীয় স্লোগান  ‘ধর্ম প্রতিষ্ঠা করুন’ বা ইসলাম প্রতিষ্ঠা কর। ইসলামী জীবন বিধানকে রাজনৈতিকভাবে চালু করার জন্য রাজনীতি তাদের।  দলের শেকড় ও ডালপালা শক্ত না করে তারা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয় না।

জামায়াতের স্লোগান নিয়ে এই পোস্ট।

জামায়াত স্লোগান



জামায়াতের দলীয় স্লোগান

ধর্ম প্রতিষ্ঠা-ই জামায়াতে ইসলামীর দলীয় স্লোগান। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই রাজনৈতিক প্রতিষ্ঠানটির ব্যানারে মনোগ্রামে থাকে এই লেখাটি। জামায়াতের সাবেক নেতা গোলাম আজম ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান সমর্থন করেছেন।

আরো পড়ুন: জাসদের স্লোগান

বাংলাদেশ জামায়াত ইসলামী’র স্লোগান ইসলামিক সে কারণে বিতর্কিতও। কারণ-বহু বছর যাবত এই দলটি সাধারণ গণতান্ত্রিক শক্তিগুলোর এবং অন্যান্য শক্তির সমর্থন পায় না।

জামায়াতে ইসলামী’র দলীয় স্লোগান: ‘ধর্ম প্রতিষ্ঠা করুন’।

দলটি’র নেতারা মিছিলে বলেন-

"জামায়াত ইসলামী জিন্দাবাদ।"

জামায়াত ‘জয় বাংলা’ স্লোগান দেয় না।

জামায়াতের আরো ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান রয়েছে। সেগুলো বুঝতে পারেন।


জামায়াতের রাজনৈতিক স্লোগান

বাংলাদেশের সাধারণ রাজনৈতিক দলগুলোর স্লোগান রয়েছে।  এসব দলের স্লোগানের মত জামায়াতের রাজনৈতিক স্লোগান বেশ জনপ্রিয় হচ্ছে।

জামায়াতের স্লোগান হলো- ‘আকিমুদ্দিন’।

তারা বলে-আল্লাহ’র আইন চাই, সৎ লোকের শাসন চাই।

জামায়াত-শিবির-জনতা-গড়ে তোল জনতা।

নারায়ে তাকবির-আল্লাহু আকবার।

আল কুরআনের আলো-ঘরে ঘরে জ্বালো

আল হাদিসের আলো-ঘরে ঘরে জ্বালো।


আরো পড়ুন:  জাপা’র স্লোগান। 


জামায়াতের মারমুখী স্লোগান

সন্ত্রাসীদের আস্তানা-জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও। 

একশন একশন-ডাইরেক্ট একশন।

শেখ হাসি নার বিষদাঁত-ভেঙ্গে দাও-গুঁড়িয়ে দাও।

আমার ভাই জেলে কেন, খুনী হাসিনা জবাব দাও।

জনতার আন্দোলন-বন্ধ করা যাবে না।

বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।


আরো পড়ুন: বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান


জামায়াতের নেতা কেন্দ্রীক স্লোগান

তোমার নেতা আমার নেতা-বিশ্বনবী মোস্তফা।

বীর জনতার একশন, ডাইরেক্ট একশন

শহীদের রক্ত- বৃথা যেতে দেব না।


আরো পড়ুন:  বিএনপি’র স্লোগান


জামায়াত এর কিছু ইতিবাচক দিক রয়েছে। তার মধ্যে অন্যতম হলো বাজে রকমের কোন স্লোগান তাদের চর্চায় তেমন নেই। 

তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দলটির পূর্বের অবস্থানের জন্য তারা বিরোধীদের থেকে সমস্যায় পড়েছে কিছুটা। বিরোধীরা এটাকে ইস্যু করতে পেরেছে জামায়াতের জনপ্রিয়তা কমিয়ে রাখতে।


Post a Comment

Previous Post Next Post

Contact Form