রাজনৈতিক দলের কর্মীরা নানা রকম স্লোগান দেন। সেসব স্লোগান জনসাধারণের কাছে বেশ আগ্রহের ব্যাপার। কারণ কখনো সেসব স্লোগান মানুষকে আশা দেখায়-আবার কখনোবা হতাশ করে।
বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর স্লোগানগুলোর মধ্যে পড়ে কল্যাণ পার্টির ‘খাই খাই রাজনীতি’ জাতিয়তাবাদী দলের ‘বাংলাদেশ জিন্দাবাদ’, আওয়ামীলীগের ‘জয় বাংলা;, জামায়াতে ইসলামি’র ‘আল্লাহ’র আইন চাই-সৎ লোকের শাসন চাই’ ইত্যাদি। এগুলো সাধারণ স্লোগান। আরো স্লোগান রয়েছে তাদের। কিছু স্লোগান দলীয় সংবিধানে রক্ষিত।
বিস্তারিত স্লোগান তালিকা দেখুন-
প্রতীকী ছবি |
দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর স্লোগানসমূহ
রাজনীতিতে স্লোগানগুলো জনগণের দাবির সাথে মিশে যায়। আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর স্লোগানগুলোর সব জনদাবির সঙ্গে মিলে যাবে এমন হয় নি।
জাতীয় পার্টি’র স্লোগান
জাতীয় পার্টির স্লোগান বেশ চমকপ্রদ। স্লোগান নিয়ে ছোট একটু ঝামেলাও আছে।
জাপা’র দলীয় স্লোগান: ‘জয়বাংলা’।
তবে দলটির সাবেক চেয়ারপার্সন বলেছিলেন যে, ‘জয় বাংলা’ তাদের দলের স্লোগান নয়। সুতরাং ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ই জাপা’র স্লোগান।
অনির্দিষ্ট হলেও জাপা’র স্লোগান আরো কিছু আছে। সেগুলো সমাবেশে শোনা গেছে।
বিএনপি’র স্লোগান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্লোগান বেশ দেশপ্রেম ভিত্তিক।
বিএনপির দলীয় স্লোগান: বাংলাদেশ জিন্দাবাদ।
জিয়াউর রহমান পছন্দ করেছেন-
"প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।"
আরো বিএনপি’র স্লোগান রয়েছে। সেগুলো দেখতে পারেন।
কল্যাণ পার্টি’র দলীয় স্লোগান
কল্যাণ পার্টির স্লোগান বেশ রাজনৈতিক।
কপা’র দলীয় স্লোগান: বাংলাদেশ জিন্দাবাদ।
দলটি’র চেয়ারম্যান বলেন-
"পরিবর্তনের জন্য রাজনীতি।"
বাকপা অর্থাৎ বাংলাদেশ কল্যাণ পার্টির স্লোগান বারাক ওবামার স্লোগানের মত। বিস্তারিত জানতে পারেন।
আওয়ামী লীগ এর রাজনৈতিক স্লোগান
বাংলাদেশ আওয়ামীলীগের স্লোগান বেশ সুন্দর হলেও বেশ বিতর্কিত।
আ’লীগের দলীয় স্লোগান: ‘জয় বাংলা’।
দলটি’র সাবেক নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান নেন নি।
‘জয়’ কিংবা জিন্দাবাদ সমার্থক হলেও বিতর্ক আছে। চরম বিতর্ক ‘বাংলাদেশ’ না হয়ে শুধু ‘বাংলা’ কেন- সেটি নিয়ে।
মিছিল মিটিংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান মারমুখী। সেগুলো পড়তে পারেন।
জামায়াতের দলীয় স্লোগান
বাংলাদেশ জামায়াত ইসলামী’র স্লোগান বেশ ইসলামিক তবে বিতর্কিতও বটে।
জামায়াতে’র দলীয় স্লোগান: ‘ধর্ম প্রতিষ্ঠা করুন’।
দলটি’র নেতারা মিছিলে বলেন-
"বাংলাদেশ জিন্দাবাদ।"
জামায়াতে ইসলামীর স্লোগান রয়েছে আরো অনেক। সেগুলো বুঝতে পারেন।
জাসদের দলীয় স্লোগান
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এর স্লোগান বেশ এলোমেলো এবং কিছুটা অষ্পষ্ট বটে।
জাসদের দলীয় স্লোগান: ‘সমাজতন্ত্র’।
দলটি’র নেতারা মিছিলে বলেন-
"জয় বাংলা"। কিংবা বলেন ‘এক হও- লড়াই করো’।
এছাড়া জাসদের স্লোগান রয়েছে নানা রকম। সেগুলো কি জনগণ গ্রহণ করেবে?
আরো রাজনৈতিক দল আছে বাংলাদেশে। সকল দলের স্লোগান লিখে দিলে এই পোস্ট বড় হয়ে যাবে। দলীয় স্লোগানগুলোর মাঝে দলের পরিচয় পাওয়া যায়।