আইস প্ল্যান্টে (Ice Plant) এ ফুল ফুটেছে। দেখতে খুবই সুন্দর। বসন্তের মাঝামাঝি এই ফুল বাতাসে দোল খায়। বাড়ান্দায় লতায় বসে থাকে। দেখতে দারুন লাগে।
আইস প্লান্ট কে বেবি সান-রোজ বলা হয় এর বৈশিষ্ট্যর জন্য, কারণ হলো এই ফুলের উপর সূর্যের আলো না পড়া পর্যন্ত ফুল ফুটে না। বাহারি রঙের হয়ে থাকে এই গাছের ফুল, তার মধ্যে লাল, গোলাপি, হলুদ, সাদা, বেগুনি অন্যতম। এর ছোট ফুল দেখতে বেশ আকর্ষণীয় হয়।
দেখুন: ৪২ ফুট নখ নিয়ে মার্কিন নারীর বিশ্বরেকর্ড।
আইস প্লান্ট যখন আরো বড় হলো-তখন দেখতে এমন হয়- ঠিক ছড়ানো ফুল। পূর্ণ বয়ষ্ক হবার আগে তেজোদীপ্ত যুবক আইস প্লান্ট ফুল।
আইস প্লান্ট গাছে একটি হলদে ফুল। হলদে রঙের আইস প্লান্ট ফুল দূর থেকে নজরে না পড়লেও কাছাকাছি এলে দেখা যায়। এটি দেখতে চমৎকার। হালকা সবুজ পাতার সাথে দারুন ম্যাচ করে।
আইস প্লান্ট গাছে হলদে ফুল ও লাল ফুল একসাথে ফুটে আছে এক টবে। লাল-হলুদ আইস প্লান্ট দেখতে দারুন জোড়া। ছুঁয়ে দিতে ইচ্ছে করবে।
ছবিতে লাল রঙ্গের ফুলটি দেখা যাচ্ছ এটি আইস প্লান্টের বাচ্চা ফুল। একেবারেই অল্পবয়সী। নতুন ফুলের ছবি এটি। এই ছবি কাল মনেও রঙিন আলো আনে। মন হয় ভাল।