বাড়ান্দায় গাঁদাফুল চাষ

Gada Ful

 

বাড়ান্দায় গাঁদাফুল ফুটলে খুব ভাল লাগে। এই ফুল শীত- বসন্তের ফুল। সাধারণত ছোট ছোট গাছে ফুল ধরার পর তা শুকিয়ে গেলে গাছও শুকিয়ে মরে যায়। 

যদি বাড়ান্দায় কিছুটা রোদ আসে তাহলে গাঁদাফুল (Marigold) গাছের একটি টব সেখানে রাখা যেতেই পারে। চেষ্টা করে দেখুন বাড়ান্দায় গাঁদা ফুল ফুটাতে পারেন কি না। 

যখন ফুল ফুটবে তাদের দেখতে সুন্দর লাগবে। হলুদ রঙের দারুন সব ফুল। এর ঘ্রাণও চমৎকার। মিষ্টি। একটি গাঁদা ফুল হাতে নিলে মসৃণ অনুভূতি দিবে। হৃদয় ছুঁয়ে দেবে। মনের ভেতর থাকা গোপন যন্ত্রণাগুলো নিমেষে কোথায় উবে যাবে।

বাড়ান্দায় গাঁদা ফুল চাষ করতে কী কী লাগবে

-একটি টব লাগবে

-কিছু মাটি লাগবে

-সার লাগবে

-পানি লাগবে

-গাঁদা ফুলের বীজ বা চারা গাছ লাগবে


প্রথমেই গাঁদা ফুল চাষের জন্য টবের নিচে একটু ফুটো করুন যেন অতিরিক্ত পানি সরে যেতে পারে সেজন্য। এতে মাটি দিন। মাটিতে সার মিশিয়ে নিতে হবে। পানি ঢালতে হবে বীজ বা চারা লাগানোর পর।

বাড়ান্দায় টবে গাঁদা ফুল গাছের পরিচর্যা

-প্রতিদিন সন্ধ্যায় কিংবা খুব সকালে পানি ঢালতে হবে। দুপুরে পানি দেওয়া যাবে না।

-মাসে অন্তত একবার সার মিশ্রিত মাটি ওপরে দিতে হবে।

-জৈব সারও দিতে হবে। গাঁদা ফুল গাছের কিছু পাতা শুকিয়ে যায়। সেগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে রাখা যায়।

-ঠিক দুপুরে কড়া রোদের সময় টব একটু ছায়ায় সরিয়ে রাখা যেতে পারে।

-সব সময় ছায়ায় রাখলে গাছ রোগা হয়ে যাবে। এটি রোদ ছাড়া বাঁচেও না।

-গাছে অতিরিক্ত পানি ঢালা যাবে না। গোড়ায় যেন পানি জমে না থাকে।

-গাছের পাতায় যেন পোকা না হয় সেজন্য পাতায় পানি স্প্রে করা যায়।

-বেশি পোকা হলে সঠিক পরিমাণে নিরাপদে কীটনাশক ব্যবহার করা যেতে পারে।


গাঁদা ফুল হলুদ ফুল। এটি দেখতে ভাল। এর অন্য ব্যবহার আছে উৎসবে ঘর সাজাতে এর জুড়ি নেই। মেয়েরা খোপায় এই ফুল পরে থাকে।



Post a Comment

Previous Post Next Post

Contact Form