হাইকোর্টের কিছু রায় সুপ্রীম কোর্ট বাতিল করে দেয়

High Court BD


যখন আমাদের মামলার ওপর নিম্ন আদালতের রায় পছন্দ হয়না, তখন আমরা আরো ভালো বিচারের আশায়  হাইকোর্টে আপিল করি। বেশিরভাগ না হলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মামলার ওপর দেওয়া নিম্ন আদালতের রায় অর্থাৎ বিচার বদলে যায়। কিন্তু মামলার রায় বদলে যাওয়া কি ভালো?

অন্যদিকে একইভাবে হাইকোর্টের রায়ও বদলে দেয় সুপ্রীম কোর্ট। তাহলে কি নিচের কোর্টগুলো ভুল রায় দেয়? ভুল কি এমনি এমনিই হয়। নাকি ইচ্ছাকৃতও হয়। ভুল কি উকিল করে, বিবাদী বা বাদী করে নাকি বিচারকও করে। জানি না কিছুই।

যদি বিচারক, উকিল, বাদীরা ভুল করেন। তার মানে তদন্ত কর্মকর্তারাও ভুল করেন। এত ভুল হলে দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ধরে রাখা সহজ হবে না। আর কোন দেশের বিচার ব্যবস্থা ধসে যায় এমন ভুল চলতে থাকলে।

পড়ুন: পশ্চিমারা কথা না রাখায় পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে ইরান

এমনকি বিচার ব্যবস্থার ভুল এমন অনাস্থা তৈরি করে যে তখন দেশ অচল হয়ে পড়ে। কারণ বিচার ব্যবস্থা ধসে পড়ার অর্থ হলো সেই দেশটি ধ্বংসপ্রাপ্ত হওয়া। নিশ্চিতভাবে তখন অপরাধ বেড়ে যায়, মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। ফলস্বরূপ দেশের ধ্বংস ত্বরান্বিত হয়।

সময় থাকতে আমাদের বিচার ব্যবস্থার ভুল কমানো দরকার। যেন আমাদের দেশটি ধ্বংস হয়ে না যায়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form