অভিমত দেওয়া খুব সহজ নয়

Opinion

 

বর্তমানে দেশে অভিমত দেওয়া কঠিন কাজ। ভয়ে আমরা অভিমত দিতে পারি না। নিশ্চিত ভুল জেনেও ভুল ধরিয়ে দিতে পারি না। কিন্তু এত ভয় পাওয়া উচিত নয়। ভুলটা ধরিয়ে দিলে দেশের কল্যাণ।

এখন যানজট লেগেই থাকে। শুধু কাঠামোগত উন্নয়ন নয়। সাথে ট্রাফিক আইন মেনে চলা উচিত। আরো অনেক সমস্যাই রয়েছে দেশে। কিন্তু এসব বিষয়ে অভিমত জানানোর পথ সহজভাবে খোলা নেই। 

বিশ্ববিদ্যালয়গুলোতে নানা সমস্যা রয়েছে। এতে শিক্ষার মান নিচের দিকে যাচ্ছে। কিন্তু আমরা কিছু বলতে পারছি না। অভিমত দান থেকে বিরত থাকছি।

অভিমত দিলে চাকুরি থাকবে না, ধমক খেতে হবে কিংবা জেলে যেতে হতে পারে। মামলা মোকাবিলা করতে হবে। এই অবস্থা চলছে সর্বত্র। এসব কারণেই আমরা বলছি যে, অভিমত দেওয়া এখন খুব সাহসের কাজ এটি সবাই করতে পারে না। সাহস সবাই দেখাতে পারে না। সবার  অভিমতজনিত সাহস দেখানোর ক্ষমতাও নেই।

পড়ুন: আগামী বছর নিজের মালিকানাধীন ক্লাবে খেলবেন মেসি

কী আর করা, খেয়াল করলে দেখবেন অভিমত দেওয়া থেকে যারা বিরত থাকেন তাদেরই ঝামেলা কম। তবে তারা ভেতরে ভেতরে জ্বলে-পুড়ে যে মরছেন তা তাদের মুখ দেখলেই বোঝা যায়। মনের ভেতর ক্ষোভ জমতে জমতে মন পুড়ে ছাই হয়ে যায়। ছাই সরালে বেরিয়ে আসে আগুন।


Post a Comment

Previous Post Next Post

Contact Form