৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
অবরোধের কারণে পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে পরীক্ষার্থীদের একাংশের মধ্যে উদ্বেগ ছিল।
ছবি: সংগৃহীত


ঢাকা, ২৪ নভেম্বর ২০২৩:

টানা অবরোধের মধ্যে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শুক্রবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী ২৭ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন পরীক্ষার্থীরা।

গত ৬ জুন ১২ হাজার ৭৮৯ জনকে প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১৯ মে ৮টি বিভাগের কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।

গত বছরের ৩০ নভেম্বর সরকারি চাকরির ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডার পদে ৫২৪ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ২৩৯ জন, সরকারি সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪৩৭ জন ও কারিগরি শিক্ষায় ১০৯ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবে।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অবরোধের কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। আবার কেউ কেউ পরীক্ষার নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন।

এক পরীক্ষার্থী বলেন, “অবরোধের কারণে পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ ছিল। পরীক্ষা স্থগিত হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। তবে পরীক্ষার নতুন তারিখ যত দ্রুত সম্ভব ঘোষণা করা উচিত।”

আরেক পরীক্ষার্থী বলেন, “আমরা পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছি। পরীক্ষা স্থগিত হওয়ায় আমাদের অনেক সময় নষ্ট হবে। পরীক্ষার নতুন তারিখ যত দ্রুত সম্ভব ঘোষণা করা উচিত।”

পিএসসির এক কর্মকর্তা জানান, “টানা অবরোধের কারণে পরীক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। তাই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে।”

Post a Comment

Previous Post Next Post

Contact Form