চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বাড়ছে

মহামারীর আগে প্রতি বছর লাখো আন্তর্জাতিক দর্শনার্থী চীনে ভ্রমণ করতো। ছয় দেশকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে চীন।

China offers visa-free travel to six countries
পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও দেশকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেবে চীন।
ছবি: সংগৃহীত


মহামারীর আগে প্রতি বছর লাখো আন্তর্জাতিক দর্শনার্থী চীনে ভ্রমণ করতো। করোনাভাইরাস মহামারীর কারণে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে সম্প্রতি চীনের সরকার ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার সাধারণ পাসপোর্টধারীরা আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত চীনে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। তবে এ সুযোগ শুধুমাত্র ব্যবসা বা ভ্রমণের জন্য প্রযোজ্য হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, "চীনের উন্নয়নকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি বলেন, "এই পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও দেশকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেওয়া হবে।"

বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশেরই চীনে প্রবেশ করতে ভিসার প্রয়োজন হয়। তবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল করে দিয়েছে চীন সরকার। এসব দেশের নাগরিকরা ১৫ দিনের বেশি সময় ভিসা ছাড়া চীনে ব্যবসা ও ভ্রমণ করতে পারেন।

এ উদ্যোগের ফলে চীনে আন্তর্জাতিক পর্যটনের প্রসার ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form