কাঁচা বাদাম বিক্রেতা হতে চাইলে যা করবেন

Nut

 

কাঁচা বাদাম খেতে খুব ভাল এমনটি কেউ বলবে না। খেতে খুব একটা সুবিধের হবে না জন্যই লোকেরা বাদাম বেজে খায়। কাঁচা বাদামে উপকারিতা বেশি নাকি ভাজা বাদামে বেশি সেটা আমাদের আলোচনার বিষয় নয়। 

বর্তমানে বাদামের ব্যবসা বেশ লাভজনক বলে ধারণা করা হয়। একজন বাদাম বিক্রেতা হয়ত আপনি দেখেছেন। কিন্তু কাঁচা বাদাম বিক্রেতা (হকার) খুব একটা চোখে পড়ে না। তাই কাঁচা বাদাম বিক্রির ব্যাপারটা বেশ চমকপ্রদ।

আপনি যদি কাঁচা বাদাম বিক্রেতা হতে চান তাহলে আপনার কী কী লাগবে সেটা ঠিক করে নিন। অবশ্যই ভাজা বাদাম বিক্রির জন্য যা প্রয়োজন তা আপনার লাগবে না। যেমন আপনার লাকড়ি, চুলো, হাড়ি-কড়াই, বালু, ভোজ্যতেল, ঝাকুনি কিছুই লাগবে না। আপনার চাই একটি ঠোঙ্গা।

কাঁচা বাদাম বিক্রেতা হতে চাইলে কী করবেন

প্রথমেই দেখবেন কাঁচা বাদাম বিক্রির জন্য স্থান, একটি পাত্র লাগবে, একটি পাত্র যেটাতে বাদামগুলো রাখবেন। তারপর বেশ কিছু ঠোঙ্গা আর একটি স্ক্যাল বা ছোট মাপের পাল্লা। এছাড়া আপনার লাগবে কাঁচা বাদাম। আপনি বাদাম চাষ বা উৎপাদন করতে পারেন। অথবা অন্য কোন উৎপাদকের নিকট থেকে অবশ্যই পাইকারি মূল্যে কাঁচা বাদাম সংগ্রহ করবেন। 

কিসের বিনিময়ে বাদাম বিক্রি করবেন তা ঠিক করে নিন। টাকা পয়সা নাকি গয়নার বিনিময়ে বিক্রি করবেন। তা ঠিক করুন। 

তারপর বেরিয়ে পড়ুন আর অফারটি জানিয়ে হাঁক ডাকুন বা গান ধরুন।

যদি আপনি বেশি বিক্রি করতে চান তাহলে আপনি একটি গান গাইতেই পারেন।

চেষ্টা করবেন কোন বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে তথ্যটি সবাইকে জানিয়ে দিতে। 

এতে করে আপনার কাঁদা বাদাম বিক্রি যেমনই হোক আপনি নিজে বিক্রি হয়ে যেতে পারেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form