স্টক মার্কেট অস্থিতিশীল কেন?

বাংলাদেশের স্টক মার্কেট এখনও গুজব নির্ভর। এখনও শেয়ার বাজার বা স্টক মার্কেটের নিয়ন্ত্রণ ফটকাবাজদের হাতে। এখানে যৌক্তিক কারণ ছাড়াই শেয়ারের দাম বাড়ে এবং পরে অনিবার্যভাবেই কমে। দুর্বল কাঠামো আর ভাল কোম্পানি ও তথ্য ব্যবস্থাপনার অভাবের জন্যই এমনটি হয়। বাজার অস্থিতিশীল হয়। 

বিাজারকে নিয়ন্ত্রণের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থাকে। এই কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে শেয়ার বাজার পরিস্থিতি অনেকটাই ভাল থাকতে পারে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওপর শেয়ারবাজারে বিনিয়োগকারীরা কিছুটা নয় বরং অনেকটাই আস্থা রাখতে চান।

কিন্তু বাস্তবতা হলো এই কমিশন সাহসী ভূমিকা রাখতে পারছে বলে স্টক মার্কেটের সার্বিক অবস্থা পর্যালোচনায় কোন চিহ্ন পাওয়া যায় না। 



স্টক মার্কেটের গুজব ছড়ানো চক্রগুলোকে গণমাধ্যমের সাংবাদিকরাও থামাতে পারে না। ঘটনা ঘটে যাবার আগে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করেছেন এমন নজির খুবই কম। গণমাধ্যম স্টক মার্কেটের ব্যাপারে উদাসীন থাকলেও বাজার অস্থিতিশীল থাকে।

পড়ুন: দেউলিয়া লেবাননের ভবিষ্যৎ কী?

স্টক মার্কেট অস্থিরতার অন্যতম কারণ বিনিয়োগকারীদের অস্থিরতা। দ্রুত মুনাফা লাভের মানসিকতা থেকে দ্রুত বিনিয়োগ ও দ্রুত বিক্রির প্রবণতা থাকে।

স্টক মার্কেট অস্থিতিশীল থাকুক এমনটা চোননা প্রকৃত বিনিয়োগকারীরা।


Post a Comment

Previous Post Next Post

Contact Form