ই-সিম ব্যবহারযোগ্য হ্যান্ডসেট মডেলগুলো

ই-সিম বা ডিজিটাল সিম মোবাইল ফোন ব্যবহারের ধারণাকে আরেকটি নতুন মাত্রায় নিয়ে যাবে। গ্রামীণফোনের ই-সিম ব্যবহার করা যাবে বেশ কিছু হ্যান্ডসেটে। যেমন আইফোন, স্যামসাং ও গুগল পিক্সেল এর মোবাইল সেটগুলো। পরবর্তীকালে আরো মডেল যুক্ত হতে পারে। আপনার ফোনটি ই-সিম (eSIM) ব্যবহারের যোগ্য কিনা নিচের সেটসমূহ দেখে জেনে নিন। 


 ই-সিম ব্যবহারযোগ্য হ্যান্ডসেট তালিকা -

আইফোন 

আইফোন ১৩ সিরিজ, আইফোন ১২ সিরিজ, আইফোন ১১ সিরিজ, আইফোন এসই, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর।


আইপ্যাড 

আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি (চতুর্থ প্রজন্ম), আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি (তৃতীয় প্রজন্ম), আইপ্যাড প্রো ১১ ইঞ্চি (দ্বিতীয় প্রজন্ম), আইপ্যাড প্রো ১১ ইঞ্চি (প্রথম প্রজন্ম), আইপ্যাড এয়ার (চতুর্থ প্রজন্ম), আইপ্যাড এয়ার (তৃতীয় প্রজন্ম), আইপ্যাড (অষ্টম প্রজন্ম), আইপ্যাড (সপ্তম প্রজন্ম), আইপ্যাড মিনি (পঞ্চম প্রজন্ম)।


স্যামসাং 

স্যামসাং গ্যালাক্সি এস২২ ফাইভজি, স্যামসাং আলট্রা ফাইভজি এস২২+, স্যামসাং ফোল্ড এলটিই, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড থ্রি ফাইভজি, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভ জি, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড টু ফাইভজি, স্যামসাং গ্যালাক্সি ফোল্ড।


গুগল পিক্সেল

গুগল পিক্সেল সিক্স প্রো, গুগল পিক্সেল সিক্স, গুগল পিক্সেল ফাইভ-এ ফাইভজি, গুগল পিক্সেল ফাইভ, গুগল পিক্সেল ফোর এ, গুগল পিক্সেল ফোর, গুগল পিক্সেল থ্রি, গুগল পিক্সেল টু।

eSIM GP Handsets



ই-সিম কীভাবে ব্যবহার করবেন?

নতুন ই-সিম অ্যাকটিভ করবেন যেভাবে-

গ্রামীনফোন সেন্টার (জিপি সেন্টার) বা  জিপি অনলাইন শপে গিয়ে সাধারণ সিম কার্ডকে ই-সিমে রূপান্তর করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে বর্তমান সিমকে ই-সিমে কনভার্ট করা যাবে সহজেই। চাইলে নতুন ই-সিম কিনে নিতে পারেন।

১. পছন্দ অনুযায়ী একটা প্ল্যান বেছে নিন।
২. আপনার মোবাইল নম্বরটি বেছে নিন।
৩. বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন।
৪. আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন।
৫. সিম কিটে দেওয়া QR কোডটি স্ক্যান করুন।
৬. আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন।

 

স্যামসাং ফোনে ই-সিম চালু করবেন কীভাবে-

১. সেটিংস-এ যেতে হবে > কানেকশনস > সিম কার্ড ম্যানেজার।
২. ইন্টারনেট প্ল্যান যোগ করতে ট্যাপ করুন।
৩. QR কোডটি ব্যবহার করতে ট্যাপ করুন।
৪. QR কোডটি স্ক্যান করুন।
৫. 
প্রসেসটি ধাপে ধাপে শেষ করুন।


আইফোনে ই-সিম চালু করবেন কীভাবে-

১. প্রথমে সেটিংস-এ যেতে হবে।
২. সেলুলার অথবা মোবাইল ইন্টারনেটের সংযোগ বেছে নিন।
৩. ইন্টারনেট প্ল্যান যোগ করতে ট্যাপ করুন।
৪. QR কোডটি স্ক্যান করুন 
৫. প্রসেসটি ধাপে ধাপে শেষ করুন।


ই-সিম কী?

ই-সিম এর দ্বারা বোঝানো হয় এম্বেডেড সিম। অর্থাৎ একধরণের সিম, যেটা ব্যবহার করতে ফোনে কোনও রকম সিম কার্ড ইনসার্ট করা হয় না। এই সিমে প্লাস্টিকের ব্যবহারও কম হয়। ই-সিমের মাধ্যমে কমবে প্রাকৃতিক বর্জ্য এবং ইলেক্ট্রনিক বর্জ্য।

পড়ুন: কম্পিউটার প্রোগ্রামার হন বাড়িতেই


ই-সিম ও সাধারণ সিমের তফাৎটা কী?

সাধারণ সিম (বর্তমান সিম কার্ড) হচ্ছে প্লাস্টিক ও বিভিন্ন উপাদানে তৈরি একধরনের বস্তু। আর ই-সিম কিছুটা মোবাইল অ্যাপের মতো। এটি স্মার্টফোনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে চালু করে ব্যবহার করতে পারবেন।


Post a Comment

Previous Post Next Post

Contact Form