মেগা রিয়েলিটি শো ‘সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে’ সিজন ৩ উদ্বোধন করলেন ইলিয়াস কাঞ্চন

দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে ২০২৪ (সিজন ৩) উদ্বোধন করা হয়েছে। 

সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে সিজন ৩ উদ্বোধন



মেগা রিয়েলিটি শো সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে সিজন ৩ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: জিল্লুর রহমান।


শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয় উদ্বোধন উৎসব।


 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইলিয়াস কাঞ্চন, সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, মনিরুজ্জামান, জেনারেল ম্যানেজার এডমিনিস্ট্রেশন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুসা সাদিক, সাবেক সচিব, সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তাশিক আহমেদ, হেড অফ প্রোগ্রাম এন্ড ট্রান্সমিশন, এটিএন বাংলা, ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, হেড অব জেনারেল সার্ভিস ডিভিশন, অল আরাফা ইসলামী ব্যাংক, আমিরুল মোমেনীন মানিক, বিচারক, বিআরবি, সেরাদের সেরা, প্রফেসর আতাউর রহমান মিয়াজী, উপাচার্য আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি।


 

অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করেন, তানজিম বিন তাজ প্রত্যয় সিজন ১ চ্যাম্পিয়ন, সিফাত রিজওয়ান নাফি, রানারআপ সিজন ১। এবং শিশু শিল্পী সুরাইয়া আক্তার সাইফা।


আরো দেখুন: হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কেন পড়া হয়?

সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে সিজন ৩ উদ্বোধন


অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হামিদুল ইসলাম, হিফজুল কোরআন চ্যাম্পিয়ন, সিজন ১।


আরো ৭০/৮০ জন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিআরবি সেরাদের সেরা সিজন ৩ এবার বাংলাদেশের বিভাগীয় শহর সহ দেশের ২০ অঞ্চলে অডিশন খুব শীগ্রই শুরু হবে। যেখানে, হিফজুল কোরআন, হামদ/নাত/ইসলামী গান, ইসলামিক জ্ঞান ও  কুইজ তিনটি সেগমেন্টে প্রতিযোগীরা রেজিষ্ট্রেশন করতে পারবে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form