পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষার পরিকল্পনা করছে ইউজিসি

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি মনে করছে এ পদ্ধতিতে মান নিশ্চিত করতে না পারলে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হারাবে।

UGC BD


দেশের সব পাবলিক ও নন-গভমেন্ট বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষার পরিকল্পনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

এতে অভিন্ন পরীক্ষার মাধ্যমে পছন্দক্রম অনুযায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। ইউজিসির একজন সদস্য সংবাদমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন। 

ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ জানান, পরীক্ষার মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী চয়েস ফর্ম পূরণ করতে পারবে। অটোমেটিক সিস্টেমে তারা ভর্তির সুযোগ পাবে।

তিনি বলেন, মেডিকেল কলেজগুলোতে যেমন একটি ভর্তি পরীক্ষা নেওয়া হয়, এরপর শিক্ষার্থীরা অপশন অনুযায়ী ধারাবাহিকভাবে পাবলিক বা প্রাইভেট মেডিকেলে চয়েস দিতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও পাবলিক ও প্রাইভেটের পরীক্ষা একযোগে একসাথে হতে পারে। এ ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে আসা যায় কি না, সে ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য বা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি মনে করছে এ পদ্ধতিতে মান নিশ্চিত করতে না পারলে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হারাবে।

পড়ুন: ‘খালেদা জিয়াকে টুস করে পদ্মা সেতুর নিচে ফেলে দেয়া উচিত’

এ বিষয়ে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, এক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যে, কোনো কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাও পেতে পারে।  এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব হবে মানসম্মত শিক্ষা দেওয়া।


Post a Comment

Previous Post Next Post

Contact Form