আমি প্রবাসী অ্যাপ ভোগান্তি কমাবে

Ami Probashi App


যেসব বাংলাদেশি ভাইবোন বিদেশে যেতে চান, তাদের বিভিন্ন সেবা দিতে সরকারি প্রতিষ্ঠান চালু করেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। এই অ্যাপ দিয়ে আপনি বিদেশে চলে যেতে পারবেন খুব সহজেই। 

কর্তৃপক্ষ বলেছে যে এখন থেকে কেউ যেন শুধু বিদেশে যাবার জন্য জমি বিক্রি না করেন এবং চড়া সুদে এনজিও থেকে ঋণ না নেন। প্রবাসী হবার খরচও কমবে এই উপায়ে।

বিস্তর সেবা দেবে এই আমি প্রবাসী অ্যাপ। প্লে স্টোরে অ্যাপটি খুঁজে ইন্সটল করুন। আপনি প্রবাসী হতে চাইলে অ্যাপটাতে নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করুন।

আমি প্রবাসী অ্যাপের নিকট আপনার প্রয়োজন জানান। আশা করি কর্তৃপক্ষ আপনাকে সাহায্য করবে। আপনি কম খরচে যেতে পারবেন বিদেশে।

পড়ুন: পোশাক বানাব না কিনব

ঝামেলাবিহীনভাবে প্রবাসী হতে অনেকেই এই অ্যাপ ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে এবং তারা কম খরচে বিদেশে যাওয়ার ব্যাপারে সফল হবেন।

আশা করা যায় এই অ্যাপ দালাল শ্রেণির উৎপাত কমাবে এবং প্রতারণার ঘটনা কমে আসবে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form