বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান

অনুষ্ঠানে ৫৫০ জন কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

বিকেএ বৃত্তি
বিকেএ শিক্ষাবৃত্তি ২০২২ প্রদান অনুষ্ঠান। ছবি : সংগৃহীত


বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান মিরপুর-১ এর ১০ নং ওয়ার্ড কমিটি সেন্টারে বি কে এ চেয়ারম্যান জনাব এ ল এম কামরুজ্জামানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ মইনুল হোসেন খান নিখিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বি কে এ এর মহাসচিব জনাব জী এম জাহাঙ্গীর কবির রানা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বি কে এ এর কোচ চেয়ারম্যান আলহাজ্ব বেলাল আহমেদ। 


আরো পড়ুন: যেসব প্রতিষ্ঠান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেয়। 


এছাড়়া উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নুরুন্নবী , ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান হামিদুল ইসলাম মিন্টু, ভাইস চেয়ারম্যান মাহফুজা হক, যুগ্ম মহাসচিব জয়নুল আবেদীন জয় সাংগঠনিক সচিব রফিকুল ইসলাম রুনু ও শিক্ষা সচিব ও যুগান্তর স্বজন সমাবেশ বৃহত্তর মিরপুরের যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form