গোলাপের পাপড়ি দিয়ে ফেসপ্যাক তৈরির নিয়ম

গোলাপ ফুলের ব্যবহারের যেন শেষ নেই। ত্বকের যত্নে গোলাপের ব্যবহারের কথা জানলে অবাক না হয়ে পারা যায় না। এজন্যই পৃথিবীতে গোলাপের এত নাম। গোলাপ ফুলের টোনার এবং গোলাপ ফুলের ফেস প্যাক ত্বকের জন্য বেশ উপকারী।

আপনি কি জানেন- গোলাপের পাপড়ি দিয়ে ফেসপ্যাক তৈরির নিয়ম কী? মুলতারি মাটি বা চন্দন গুড়োর সাথেএকটু টক দই মেশাতে হবে। এরপর এই মিক্সারের সাথে গোলাপ পাপড়ি গুড়ো মেশালে গোলাপ ফুল এর ফেসপ্যাক তৈরি হবে।

ফেসপ্যাকের সাথে গোলাপের টোনার বা মিস্ট এর মিল রয়েছে। এটি দিয়ে স্ক্রাব করা যায়। নিচে গোলাপের তৈরি ফেসপ্যাক ও স্ক্যাব টোনার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।


আরো পড়ুন: গোলাপ জল তৈরির নিয়ম: সবচেয়ে সহজ প্রক্রিয়া


গোলাপের ফেসপ্যাক
Rose is used for face pack making. Image: Jill Wellington,  Pixabay 


ত্বকের স্ক্রাব করতে গোলাপের টোনার তৈরি

টোনার /মিস্ট তৈরির জন্য প্রথমে গোলাপ ফুলের কিছু পাপড়ি গুড়া করে নেব। গোলাপ পাপড়ি গুড়া ১ চা চামচ নেব।

তারপর আরো যা লাগবে-

চালের গুড়া ২ চা চামচ

মধু ১ চা চামচ

অ্যালোভেরা ১ চা চামচ

এগুলো মিক্স করে নিলেই স্ক্রাব টোনার তৈরি হয়ে যাবে।


স্কিন বেশি শুকনো হলে মধু এবং অ্যালোভেরা উভয়টিই নিন। অন্যথায় যেকোন একটি নিলেই হবে

ব্রণ থাকলে একটু লেবুর রস নিতে পারেন।

মুখ পরিষ্কার করে নিয়ে মুখ ও ত্বক  স্ক্রাব করুন।

গোলাপের স্ক্রাব টোনার বেশ উপকারি।

গোলাপ দিয়ে স্ক্রাব এর উপকারিতা

সপ্তাহে ৩ দিন লাগান গোলাপ ফুলের মিস্ট। এই টোনার দিয়ে স্ক্রাব করলে মুখ সফট থাকবে।

হাত ও পায়েও স্ক্রাব করতে পারেন এটি দিয়ে। 

মনে রাখবেন- এটি লাগানোর কিছুক্ষণ পরই সাধারণ পানি দিয়ে ত্বক ধুয়ে নিবেন।

মুখ ও অন্যান্য ত্বক জোরে জোরে ঘষবেন না। এতে স্কিনের সমস্যা হতে পারে।


আরো পড়ুন: নতুন স্বাদের গোলাপের খাস পোলাও


গোলাপ পাপড়ি দিয়ে ফেসপ্যাক তৈরির নিয়ম

ত্বকের যত্নে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ফেসপ্যাক তৈরির জন্য প্রথমেই গোলাপ গুড়ো ও টক দই মিশিয়ে নিন একটি পাত্রে।

তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি বা চন্দন গুড়া মিক্স করে মুখে মাখুন।

শুকিয়ে গেলে ধুয়ে নিন।

মুখ টানতে পারে- সেজন্য ত্বকে একটু জেল লাগান।


আরো পড়ুন: গোলাপ ফুলের লাড্ডু


গোলাপের ফেসপ্যাক টিপস

গোলাপ গুড়া ও মধু একসাথে মিশিয়ে ঠোঁটে দিতে পারেন। এতে ঠোঁট গোলাপী হবে। সফট হবে। দেখতেও দারুন লাগবে। থাকবেনও আরামে।


আরো পড়ুন: নরম তুলতুলে গোলাপ ফুলের রসগোল্লা বানানোর নিয়ম


গোলাপের ফেসপ্যাক তৈরির নিয়ম এবং ত্বকের স্ক্রাব গোলাপের তৈরি টোনার তৈরির নিয়ম, এসবের উপকারিতা ও বিভিন্ন টিপস ওপরে তুলে ধরা হয়েছে। গোলাপের তৈরি এসব ঘরে তৈরি প্রসাধনী ব্যবহার করুন টাটকা অবস্থায়। এতে আপনার ত্বক উজ্জ্বল ও কোমল হবে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form