জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ প্রতিযোগিতা শুরু হচ্ছে ২২ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কলেজে নাম রেজিস্ট্রেশনের শেষ সময় ১৮ জানুয়ারি ২০২৩।

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দেশব্যাপী ২২ জানুয়ারি থেকে আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ শুরু হতে যাচ্ছে। 

আরো পড়ুন: বাংলাদেশ ইউনিভার্সিটিতে ক্রীড়া প্রতিযোগিতা শুরু

উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত, জেলা পর্যায়ে ৬ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিভাগীয় পর্যায়ে ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায় ৩ মার্চ ২০২৩ তারিখ। এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ৪ মার্চ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে অধিভুক্ত নিজ নিজ কলেজে যোগাযোগের জন্য বলা হয়েছে।  বিস্তারিত জানা যাবে  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়

Post a Comment

Previous Post Next Post

Contact Form