ইসরাইল ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার সঙ্গে জড়িত বলে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।
![]() |
Image: Pexels |
ইরানের সামরিক ব্যবস্থায় হামলা হয় শনিবার রাত সাড়ে ১১টার দিকে। দেশটির ইসফাহান শহরের একটি প্রতিরক্ষা এলাকায় সামরিক কারখানা ছিল লক্ষ্যবস্তু। রোববার ভোরে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। তবে সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান কর্তৃপক্ষ।
এ ঘটনায় ইসরাইল এখনো কোনো মন্তব্য করেনি তবে যুক্তরাষ্ট্র থেকে এক কর্মকর্তা ঘটনার কথা জানিয়েছেন। যদি ইরানে এ হামলা ইসরাইলের বলেই প্রমাণিত হয়, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাগ্রহণের পর এটিই হবে দেশটিতে প্রথম ড্রোন পাঠানো।
২০২১ সালের এপ্রিলেও ইরান তার ভূগর্ভস্থ নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য ইসরাইলকে দোষারোপ করেছিল। ওই হামলায় ইরানি এ পারমাণবিক স্থাপনার সেন্ট্রিফিউজগুলো নষ্ট হয়।
এছাড়া ২০২০ সালে ইরানে হওয়া অত্যাধুনিক এক হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছিল তেহরান। ওই হামলার মাধ্যমে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলা হয়।