আন্দোলনের মুখে দীর্ঘ ছুটিতে শাবি ভিসি

বৃহষ্পতিকার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় তিনি ছুটি চাইলে তা অনুমোদন দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে তিনি দু’মাসের ছুটিতে যাচ্ছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এটি হল ভিসি পদত্যাগের প্রাথমিক প্রক্রিয়া। ছুটি শেষে তিনি আর ক্যাম্পাসে ফিরবেন না। ফোরামের আহবায়ক সৈয়দ সামছুল আলম ও সদস্য সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন একই কথা বলেন।
এদিকে, সরকার সমর্থিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ফোরামের সভায় বৃহস্পতিবার দুপুর ১২টায় ভিসি ভবনের সামনে মানববন্ধন করার কথা রয়েছে।