রাঙামাটিতে বাস উল্টে নিহত ২
রাঙামাটির সদর উপজেলায় একটি বাস উল্টে দুই যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে রাস্তায় কাদা জমে ছিল। ঢালু রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান। আলাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।