অনেক বছর পর
প্রায় তিন বছর পর মিডিয়াতে ফিরলেন ফারজানা বুবলি। মাঝে বিয়ে ও সংসারের প্রয়োজনে বিরতি নিয়েছিলেন। সম্প্রতি তিনি শাকিব ফাহাদের নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করলেন। বিরতির পর মিডিয়াতে ফেরা প্রসঙ্গে ফারজানা বুবলি বলেন, ‘বিয়ের পর বিদেশে ছিলাম। দেশে ফেরার পর থেকে অনেক কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু সংসার এবং সন্তান নিয়ে ব্যস্ত থাকায় কাজে ফেরা হয়ে উঠেনি। ললিপপের বিজ্ঞাপনটির কনসেপ্ট খুব ভালো লেগেছে। তাই কাজটি করেছি। আশা করি ভালো লাগবে দর্শকের।’ শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।