
চিত্রনায়িকা মৌসুমীকে ছোটপর্দার নাটকে দেখা গিয়েছে বেশ কয়েকবার। এবারও সেই ছোটপর্দায় দেখা যাবে এই নায়িকাকে। তবে ভিন্ন আঙ্গিকে। কনা রেজা গল্প অবলম্বনে মেহেদী বিন আশরাফের পরিচালনায় ‘শূন্য জীবন’ ধারাবাহিক নাটকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘গল্পটি আমার কাছে ভালো লেগেছে। তাই কাজ করা। নাটকে আমি চিত্রনায়িকা মৌসুমী চরিত্রে অভিনয় করছি। বিষয়টা ইন্টারেস্টিং। আমি বেশ উপভোগ করেছি।’ আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ঢালিউডের এই জনপ্রিয় চিত্রনায়িকা। তার সমসাময়িক অনেকে যখন ঢালিউডকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। অনেকে অনিয়মিতভাবে কাজ করছেন। সেখানে চিত্রনায়িক মৌসুমী শুধু অভিনয় না, যেন অনেকটা হাল ধরেছেন ঢাকাই ছবির এই ক্রান্তিকালে। অভিনয় থেকে এসেছেন পরিচালনায়। সম্প্রতি ‘দেবদাস’ ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। যা নিয়ে বেশ আলোচনা হয় মিডিয়াপাড়ায়। কিন্তু বিষয়টি তেমন গভীরভাবে দেখছেন না মৌসুমী। তিনি বলেন, ‘অপুকে আমি যতটা চিনি, সে এমন স্ট্যাটাস দেওয়ার কথা না।’
এছাড়া অপুকে নিয়ে তেমন নেতিবাচক মন্তব্য পাওয়া যায়নি তার কাছ থেকে।