আজ আসছে দক্ষিণ আফ্রিকার অনূধর্ধ ১৯ ক্রিকেট দল
সাতটি ওয়ানডে ম্যাচ খেলতে আজ (শুক্রবার) ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। তিন সপ্তাহব্যাপী এ সিরিজের ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এরপর ৮ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ১০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৩ ও ১৫ এপ্রিল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ১৮, ২১ ও ২৩ এপ্রিল সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।