মির্জা আব্বাসের বিরুদ্ধে ৩৭ মামলা

রবিবার মেয়র পদে জমা দেয়া হলফনামায় এতথ্য জানায় মির্জা আব্বাস।
হলফনামা ঘেটে দেখা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে ৩৭টি ফৌজদারি মামলা রয়েছে। আগে ছিল ২৪টি মামলা।
পেশা হিসেবে তিনি ব্যবসায়ী- মির্জা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী।
বছরে তার মোট জ্ঞাত আয় সাত কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৮৩ টাকা।
মামলার কারণে মির্জা আব্বাসের মেয়র পদে নির্বাচন করা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও নির্বাচন কমিশন আইনে কোনো বাধা নেই।
আইনি বাধা না থাকলেও মির্জা আব্বাস প্রকাশ্যে আসছেন না। গত ৫ জানুয়ারির পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।