ইতিহাস সৃষ্টি করল নিউজিল্যান্ড

বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৩৮তম ওভারে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে।
এবি ডি ভিলিয়ার্স ও ফাফ দু প্লেসির অর্ধশতকে ৫ উইকেটে ২৮১ রান করে প্রোটিয়ারা। ৪৩ ওভারের ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নিউ জিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রান।
ম্যাকালামের ঝড়ো অর্ধশতকের পর গ্র্যান্ট এলিয়ট ও কোরি অ্যান্ডারসনের ব্যাটিংয়ে ১ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড। তবে ম্যাচে খুব সহজ দুটি সুযোগ হয়েছিল রান আউটের, এবি ডি ভিলিয়ার্স সেই সুযোগ নিতে ব্যর্থ হয়। ক্যাচও মিস হয় বেশ কয়েকটি। সব মিলে খেলার শেষ ১০ ওভার খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। আর ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা পরাজিত হয়।