কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপের পুল ‘বি’তে আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আমিরাতের বেধে দেয়া ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে ও. ইন্ডিজ। এর ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল দু’বারের চ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আটে খেলবে তারা।
রবিবার নেপিয়ারে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৭৫ রান তুলতেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। মাত্র ২৬ রানে পাঁচ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে আরব আমিরাত। দলীয় ৪৬ রানে তাদের ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে।
এরপর সপ্তম উইকেট জুটিতে ১০৭ রান করে প্রতিরোধের চেষ্টা করে জাভেদ ও নাসির।
জাভেদকে ফিরিয়ে আরব আমিরাতের প্রতিরোধ ভাঙেন আন্দ্রে রাসেল। তারপর স্যামুয়লসের শিকারে পরিণত হন নাসির।
জাভেদ-নাসিরের বিদায়ের পর বেশিদূর এগোয়নি আরব আমিরাতের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার। জেরম টেলর ৩টি ও আন্দ্রে রাসেল নেন ২টি উইকেট।