কাল থেকে আবার ৭২ ঘণ্টার হরতাল

শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায়ভাবে রিমান্ডে নেয়া ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টা হরতাল পালিত হবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শনিবারের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খালেদা জিয়া দেশের চলমান সংকট নিরসনের যে দিক-নির্দেশনা দিয়েছেন তা মেনে নিয়ে অচিরেই দেশের বিরাজমান সমস্যা নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’
শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ‘যৌক্তিক পরিণতিতে’ না পৌঁছানো পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
এর আগে গত পাঁচ সপ্তাহ ধরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার থেকে বুধবার ৭২ ঘণ্টা হরতাল ডাকে ২০ দলীয় জোট, যা পরে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।
গত ৩ দিন ধরে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ নেই। তার পরিবার ও দলের পক্ষে তাকে আটকের অভিযোগ করা হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা স্বীকার করেনি। রোববারের মধ্যে তাকে খুঁজে বের করে আদালতে হাজির করতে হাইকোর্টের রুল রয়েছে।
এ অবস্থায় শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে হরতালের ঘোষণা আসলো। – See more at: http://www.alokitobangladesh.com/latest-news/2015/03/14/127910#sthash.KGVMFmD7.dpuf