অস্ট্রেলিয়ায় রুবেলকে বিয়ের প্রস্তাব
বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গেছেন রুবেল হোসেন। সেখানেও তরুণীদের কাছে সমান জনপ্রিয় তিনি। নইলে রুবেলকে নিয়ে ভক্তদের মাঝে এতটা আগ্রহ কেন?
শুধু কি জনপ্রিয়তা? ক্যাঙ্গারুর দেশে গিয়ে বিয়ের প্রস্তাবও পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
ঘটনাটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের। বৃহস্পতিবার ওই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছিলেন রুবেল হোসেন। ম্যাচটিতে বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন তিনিই। এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এক সুন্দরী তরুণীর কাছ থেকে পেয়েছেন বিয়ের প্রস্তাব!
এমসিজির গ্যালারিতে ওই তরুণীর প্রস্তাব ছিল অভিনব। তিনি মাথায় পড়েছেন গামছা। গায়ে টাইগারদের জার্সি। মুখে মুচকি হাসি। হাতে উঁচিয়ে ধরা প্লেকার্ড। সেখানে লেখা- ‘আমাকে বিয়ে করো, রুবেল। আমি তোমাকে অনেক সুখে (হ্যাপি) রাখবো।’
তবে এটা সত্যি সত্যি বিয়ের প্রস্তাব নাকি নিছক মজা করার জন্য তা নিশ্চিত হওয়া যায়নি।