নির্বাচনের জন্য ইসিকে মন্ত্রণালয়ের অনুরোধ
অতি শিগগিরই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি, উত্তর ও দক্ষিণ) নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়
সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশক্রমে ডিসিসির সীমানা নির্ধারণের গেজেট মন্ত্রণালয় থেকে ইসিতে পাঠানো হয়েছে।
সন্ধ্যায় বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেন ইসির গণসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান।
তিনি জানান, ফ্যাক্স যোগে ইসি সচিব সিরাজুল ইসলাম বরাবর সীমানা নির্ধারণের গেজেট এসেছে। ফলে উত্তর ও দক্ষিণে নির্বাচনে আর কোনো বাধা থাকলো না বলে জানান তিনি।
তিনি বলেন, গেজেটে নির্বাচনের জন্য উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে ইসিকে।