হরতালের প্রভাব নেই রাজধানীর পরিবহনে
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যদণ্ডাদেশ আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে নগরীর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সকালে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ নম্বর, মিরপুর-১১ নম্বর, পূরবী, শনির আখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও আশপাশ এলাকায় গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
শেষ দিনের হলতালেও নগরীর সড়কে যানবাহন চলাচল চোখে পরার মতো। কর্মমুখী মানুষকে সকাল থেকেই দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রায়।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্যান্য হরতালের দিনের তুলনায় বেশি যানজট দেখা গেছে।
হরতালে যানবাহন পেতে কোন সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে এক যাত্রী বলেন, হরতালের কারণে যানবাহন পেতে সমস্যা হবে ভেবে একটু আগেই বের হয়েছি। কিন্তু রাস্তায় এসে যানবাহন চলাচল দেখে মনে হচ্ছে যাতায়াতের কোন সমস্যা হবে না। বিভিন্ন রুটের যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।
তিনি বলেন, আজকের হরতালে আইনশৃঙ্খলা বাহিনীকে আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।