‘রাজনীতির আবরণে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে’
রাজনৈতিক কর্মসূচির আবরণে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেন, রাতের অন্ধকারে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। ভোটের অধিকারের নামে মানুষের জীবন বিপন্ন করা হচ্ছে। সচেতন নাগরিক হিসেবে, পেশাজীবী হিসেবে তারা তা মেনে নিতে পারেন না।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে ‘সহিংসতা সন্ত্রাস নৃশংসতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশ ও মানববন্ধন’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আমরা রাজনীতির বিরুদ্ধে নই, কিন্তু রাজনীতির আবরণে সন্ত্রাসী, দুর্বৃত্তদের মাঠে নামিয়ে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করা, মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করছে দায় তাদের নিতে হবে।’
তিনি বলেন, ‘কুৎসিত এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বোমাবাজি-সন্ত্রাস, পেট্রোল বোমা মেরে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় ২০ দলীয় জোট। তাদের লক্ষ্য যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হউক।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএফইউজের একাংশের সহ-সভাপতি আবু তাহের মুহাম্মদ, যুগ্ন মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের প্রাক্তন সভাপতি মোস্তাক আহমেদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
এ সময় সিইউজের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন সংসদ সদস্য সাবিহা মুসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল হাশেম, গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ, যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফরিদ মাহমুদ, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শওকত বাঙালি, পেশাজীবী লীগের মনিরুল ইসলাম, প্রাক্তন ছাত্রনেতা গিয়াস উদ্দিন হিরু, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিইউজের সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রাক্তন সভাপতি অঞ্জন কুমার সেন, নির্মল চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ প্রমুখ।