মিরপুর ও আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

সোমবার রাত সোয়া ৮ টার দিকে এ বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলা স্কুলের সামনে ‘পল্লবী সুপার সার্ভিস’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেট এলাকায় সোমবার রাতে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার ডিউটি অফিসার জানান, রাত পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে থেকে ৮-১০ জন যাত্রী বাসটিতে উঠে। গাড়িটি রউফ গেটের কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা চালককে ভয় দেখিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে যাত্রীদের নামিয়ে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এদিকে সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। মস ভবন এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এছাড়াও রাজধানীর তোপখানা রোড এলাকায় ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। লালবাগ এলাকায় রাত সাড়ে আটটার দিকে ককটেল বিষ্ফোরনে দুজন রিক্সাওয়ালা আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হরতালের দ্বিতীয় দিনে সন্ধ্যার পর ঢাকা-নাটোর মহাসড়কের পৃথক দুটি জায়গায় দু’টি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাইভার ও হেলপাড় বেচে গেলেও ট্রাক দুটো আগুনে পুড়ে যায়।