রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা ১৩, ১৪ ফেব্রুয়ারি

শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউজে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জরুরি সংবাদ সম্মেলনে পরীক্ষার নতুন এ তারিখ ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শুক্রবারের পরীক্ষা সকাল ৯টা ও শনিবারের পরীক্ষা ১০টায় শুরু হবে।
পরীক্ষা পেছানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে দিতে পারি না। এজন্য আবারো পরীক্ষার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে গণিত-২ (১৯২৩) ও গণিত-২ (৮১২৩) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
আর মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ (সৃজনশীল) ও সামাজিক বিজ্ঞান-২ (৮১২৪, সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
বিএনপি-জামায়াত জোটের হরতালে ২০১৩ সালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।
ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেয়া হয়।