রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বানোয়াট নিউজ করা হচ্ছে : কামারুজ্জামান পুত্র
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা নিয়ে বানোয়াট নিউজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুহাম্মদ কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল । তিনি বলেন, বিভিন্ন নিউজ সাইট তাদের কাটতি বাড়ানোর জন্য এমন নিউজ করছে বলে আমরা মনে করি।
৪ নভেম্বর রাত ১০ঃ২০ দেয়া হাসান ইকবালের ফেসবুক স্ট্যাটাসটী হুবহু তুলে ধরা হল,
বিভিন্ন অনলাইন নিউজ সাইটে আমার বরাত দিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়টি নিয়ে অহেতুক বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সাইটগুলো তাদের কাটতি বাড়ানোর জন্য এমন নিউজ করছে বলে আমরা মনে করি। আজ যতো সাংবাদিকের সাথে কথা হয়েছে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে, রায়ের পূর্ণাঙ্গ সার্টিফায়েড কপি না পাওয়া পর্যন্ত এবং আইনজীবীদের সাথে পরামর্শ করার আগ পর্যন্ত আমার বাবা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। এ বিষয়ে এটিই আমাদের শেষ বক্তব্য। অনলাইন নিউজ সাইটগুলোর বানোয়াট নিউজ দেখে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ করছি।
-হাসান ওয়ামীর ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/hasan.iqbal.37