ইরানের চেয়ে ইসরায়েলকে বেশি অপছন্দ করে ব্রিটিশরা
ইরানের চেয়ে ইসরায়েলকে বেশি অপছন্দ করে ব্রিটিশরা। তবে ব্রিটিশদের চোখে অপছন্দের শীর্ষ রয়েছে দেশ উত্তর কোরিয়া। গত দুই বছরের ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করে নতুন এক গবেষণায় ব্রিটিশদের এ দৃষ্টিভঙ্গি পাওয়া গেছে।
সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অন্য দেশের ওপর ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা করেছে ব্রিটেনের চানথাম হাউস নামের গবেষণামূলক প্রতিষ্ঠান। তাদের গবেষণার ফলাফলে দেখা গেছে, ৩৫ শতাংশ ব্রিটিশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলকে ‘বিশেষভাবে অপছন্দ’ করে। ২০১২ সালের পর থেকে দুই বছরে এই হার বৃদ্ধি পেয়েছে ১৮ শতাংশ।
২০১২ সালে ইরানকে অপছন্দ করত ৪৫ শতাংশ। দুই বছর পর এই হার কমে এসে দাঁড়িয়েছে ৩৩ শতাংশ। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে কিম জং উনের দেশ উত্তর কোরিয়াকেই ‘বিশেষভাবে অপছন্দ’ করে ব্রিটেন জনগণ, যার হার ৪৭ শতাংশ।
‘আন্তর্জাতিকতাবাদ নাকি বিচ্ছিন্নতাবাদ?’- এই শিরোনামের ওপর গবেষণা পরিচালনা করে চানথাম হাউস। গবেষণার ফলাফলে দেখা গেছে, ব্রিটিশরা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, যেখানে তাদের চোখে বিছিন্নতাবাদী হিসেবে উত্তর কোরিয়া, ইসরায়েল, ইরান, পাকিস্তান ও নাইজেরিয়া রয়েছে শীর্ষে।