আবারও মা হলেন শাকিরা
দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় পপ সংগীত শিল্পী শাকিরা। সম্প্রতি বার্সেলোনার কুইরন টেকনন হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৩৭ বছর বয়সী এই গায়িকা।
শাকিরার এই ছোট্ট সন্তানের নাম রাখা হয়েছে শাসা। নামটি দিয়েছেন জেরার্ড পিকের গ্রান্ডফাদার অ্যামাডর বার্নাব্যুতে। সাংবাদিকদের অ্যামাডর জানিয়েছেন, ‘শাসা একদম তার বাবা পিকের মতো দেখতে হয়েছে। পিকের ছোট বেলার ছবির সঙ্গে শাসার হুবহু মিল রয়েছে।’
তিনি আরও জানিয়েছেন, ‘মিলান (শাকিবার প্রথম ছেলে) পেয়েছে তার মায়ের চেহারা।’
আপাতত হাসপাতালেই রয়েছেন মা-ছেলে। পরিবারে নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত সবাই। এখন শুধু অপেক্ষা ছোট্ট সাসাকে বাড়ি নিয়ে যাওয়ার।
#