রাজধানীতে বাস উল্টে নিহত ২
রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোশাররফ হোসেন বিল্টু (৪২) ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সাহেব আলীর ছেলে।তিনি পেশায় ফার্নিচার রং মিস্ত্রী। তিনি সূত্রাপুরের নবাবপুর রোডে ভাড়া থাকতেন।
আরেকজনের পরিচয় জানা যায়নি।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, তানজিল পরিবহণের বাসটি মিরপুর থেকে সদরঘাট যাচ্ছিল। শাহবাগ পার হবার পর তিন-চারটি বাস একে অপরকে ওভারটেক করতে দ্রুত গতিতে চলছিল। এতে তানজিল পরিবহণের বাসটি উল্টে যায়।
আহতরা হলেন ওয়ালিউল্লাহ, ইস্রাফিল, পারভেজ, রিজন, আসলাম-১ ও আসলাম-২। এদের মধ্যে পারভেজের অবস্থা আশঙ্কাজনক। তার পুরো শরীরের চামড়া উঠে গেছে।