আরাফাত রহমান কোকো আর নেই (ভিডিও)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর খান কোকোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে কখন মারা গেছেন তা তারা বলতে পারেননি।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গত ৩ জানুয়ারি রাত থেকে অবস্থান করা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা জানান, ম্যাডামের ছোট ছেলে আরাফাত রহমান কোকো বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টা দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট এ্যাটাকে মারা যান।