সহিংসতার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ‘আলোর মিছিল’
‘দেশে রাজনীতির নামে মানুষ হত্যার মহোৎসব চলছে। এর জন্য সরকার ও বিরোধী দল উভয়কেই কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী আলোর মিছিল ও যুদ্ধাপরাধী কামরুজ্জাামানের রায় কার্যকরের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালনকালে এ মন্তব্য করেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
চলমান সহিংসতার প্রতিবাদে সন্ত্রাসবিরোধী আলোর মিছিল বের করা হয়। এটি শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনার ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।
গণঅবস্থান কর্মসূচিতে ডা. ইমরান বলেন, ‘৫ জানুয়ারির পর দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনীতির নামে দেশে মানুষ হত্যার মহোৎসব চলছে। বাসে আগুন দিয়ে, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। মানুষ ঘর থেকে বের হলে আর ফিরতে পারবে কিনা তা নিয়ে শঙ্কার মধ্যে থাকে। আমরা এক ভয়ানক সময় অতিবাহিত করছি।’
তিনি আরো বলেন, ‘নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের বেষ্টনির মধ্যে মানুষকে হত্যা করা হচ্ছে। যারা হত্যা করছে তাদের গ্রেফতারও করা সম্ভব হচ্ছে না। নিরীহ মানুষকে হত্যা করার পর দুই বড় রাজনৈতিক দল নতুন নাটক সাজাচ্ছে। বিবৃতি দিয়ে একে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’
যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, ‘গত ছয় বছরে মাত্র একটি রায় কার্যকর হয়েছে। অন্যগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। একটি বিচারের চূড়ান্ত রায় দেওয়া হলেও কার্যকর করা হয়নি।’
এ সময় ডা. ইমরান চলমান সন্ত্রাস রুখতে আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী সন্ত্রাসবিরোধী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন। ওইদিন শাহবাগে বিকাল ৩টা থেকে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি।