রাত ১২টায় সচল হচ্ছে ভাইবার ও ট্যাঙ্গো
সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গো রবিবার রাত ১২টায় চালু হচ্ছে।
এর আগে দুপুরে নিরাপত্তার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির সচিব মো. সারওয়ার আলম রবিবার সন্ধ্যায় বলেন, নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য ভাইবার ও ট্যাঙ্গোর কার্যক্রম স্থগিত রয়েছে। তবে রবিবার রাত ১২টায় মাধ্যম দুটি আবার সচল হবে।
তিনি আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে রাত ১২টার মধ্যে সচল না হলেও সোমবার দুপুর ১২টার মধ্যে অবশ্যই সচল হবে।
রবিবার দুপুরে বিটিআরসির মুখপাত্র জাকির খান জানান, গোয়েন্দা সংস্থার অনুরোধের প্রেক্ষিতে এবং নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগের এই মাধ্যম দুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দু-এক দিনের মধ্যে তা আবার চালু হবে।
জানা গেছে, বিটিআরসি থেকে রবিবার বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক গেটওয়ে সংস্থাকে বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গোকে সাময়িকভাবে স্থগিত করার জন্য। এরপর রবিবার দুপুর ১২টার পর থেকে বাংলাদেশে এই মাধ্যমগুলো আর কাজ করছে না।