নৌকাডুবিতে মা-মেয়েসহ নিহত ৩
নরসিংদীর মেঘনার শাখা নদীতে নৌকাডুবির ঘটনায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ছয়জন।
নিহতরা হলেন- মোর্শেদা বেগম (২৫) ও তার আট মাস বয়সী মেয়ে সুবর্ণা বেগম এবং সুফিয়া বেগম (৫৬)। তাদের সবার বাড়ি সদর উপজেলার চরদিগলদী গ্রামে।
মেঘনার বিপিনসাহার ঘাট থেকে শনিবার দুপুর আড়াইটার দিকে চরদিঘলদি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, দুপুর আড়াইটার দিকে ৩৫ যাত্রী নিয়ে চরদিঘলদি যাওয়ার জন্য রওনা দেওয়ার তিন মিনিটের মধ্যেই নৌকাটি মাঝ খান থেকে ভেঙ্গে যায়। এ সময় নৌকার ছই ভেঙে যাত্রীদের মাথার উপরে পড়ে অনেকেই আহত হন। আহত অবস্থায় সবাই তীরে এসে পৌঁছালেও এক শিশু ও দুই নারী পানিতে ডুবে মারা যান।
আহত ছয়জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।