বিশ্বসেরা ১০টি স্থাপত্য, যা আটকে দেবে যে কারোর দৃষ্টি
প্রকৃতিই শুধু বিমোহিত করতে পারে- একথা যে সত্যি নয়, তা মানুষ মাত্রই জানে। মানুষের আপন কর্মও অন্যকে বিমোহিত করতে পারে, আটকে দিতে পারে দৃষ্টি। আর একারণেই বিশ্বজুড়ে সেরা চিত্রশিল্পীদের কর্মের জন্য আলোড়ন পড়ে যায়, চিত্রপরিচালকের চলচিত্র নিয়ে আলোচনা শুরু হয়, লেখকের সাহিত্য নিয়ে খবর হয়। শুধু তাই নয়, অতীতকালের মতো আধুনিক কিছু স্থাপত্যও পর্যটককে করেছে আকর্ষণ। আসুন জেনে ও দেখে নেই এমনই দশটি স্থাপত্য সম্পর্কে, যার প্রতিটাই আটকে দেবে যেকারোর দৃষ্টি।
কাভারের ছবির ভবনটি ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত। একুইরিয়ামটি ‘ব্লু প্লানেট’ বলে পরিচিত।
এ-টোয়েন্টিওয়ান’স রেইনবো চ্যাপেল
এই রেইনবো চ্যাপেল ও কমিউনিটি সেন্টারটি হো চি মিন সিটিতে অবস্থিত। অন্যান্য কমিউনিটি সেন্টারের মতোই এখানেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পরিচালিত হয়। ২০১৪ সালের বিশ্ব আর্কিটেকচারাল ফেস্টিভালে (ডব্লিউএএফ) এ এটি ‘বিল্ডিং অব দ্য ইয়ার’ বলে স্বীকৃতি পায়।

ইসফাহান ড্রিমল্যান্ড কমার্শিয়াল সেন্টার
ফারশাদ মেহদিযাদেহ আর্কিটেক্টস নির্মিত এই ভবনটি ইরানের ইসফানে অবস্থিত। এর গঠনশৈলীর কারণে এই বাণিজ্যিক ভবনের নামের সাথে জুড়ে যায় ‘ড্রিমল্যান্ড’ শব্দটি।

ফ্রিডম অব দ্য প্রেস মন্যুমেন্ট
ব্রাজিলে অবস্থিত এই গ্লাস মন্যুমেন্ট সংবাদের স্বাধীনতাকে ধারণ করে দাঁড়িয়ে আছে। ৪২ হাজার স্কয়ার ফুটের এই মন্যুমেন্টটি ডিজাইন করেছে গুস্তাভো পেনা আর্কিটেটো এন্ড এসোসিয়েটস। এর নামকরণ হয়েছে ‘এ জেসচার ইন গ্লাস’।

ইয়ালিকাভাক ম্যারিনা কমপ্লেক্স
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ালিকাভাক শহরে এই শপিং কমপ্লেক্স অবস্থিত। সমাজের উচ্চ মধ্যবিত্তদের জন্য নির্মিত হয়েছে এটি। শপিং সেন্টারটি ডজাইন করেছে ইএএ-এমরে অ্যারোলাট আর্কিটেক্টস।

আলকাসের ডো সাল রেসিডেন্সেস
পর্তুগালে অবস্থিত এই স্যুইট রেসিডেন্সটি ডিজাইন করেছিলেন ফার্নান্দো গুয়েরা। গুয়েরার মতে এটি মাইক্রো সমাজের উদাহরণ হতে পারে। এখানে হসপিটাল থেকে শুরু করে হোটেল সবই আছে।

রেড পেপের হাউজ
কেনিয়ার লুমায় অবস্থিত এই কেমোফ্লেজ অবকাসকেন্দ্রটির ডিজাইন করেছে উর্কো সানচেজ আর্কিটেক্টস।

হচকিস বায়োমাস পাওয়ার প্লানেট
কানেক্টিকাটে অবস্থিত এই কেমোফ্লেজ ভবনটি একটি স্কুল। এর এমন নামকরণের কারণ, এখানে তাপ উৎপন্ন করা হয়, যা আশেপাশের ৬শ’ বাড়িকে উত্তপ্ত রাখে।

স্টুডিও ক্যাশাও টোরেস কেমিলেটি’স রেসিডেন্সিয়াল টাওয়ারস
এই ভবনটি হংকংয়ে নির্মিত হওয়ার কথা।

ডো আর্কিটেক্টস রোলিং হোমস
এই রোলিং হোমগুলো লিথুয়ানিয়ায় অবস্থিত, যা একক পরিবারের জন্যই ডিজাইন করা হয়েছে।

সূত্র: হাফিংটন পোস্ট