রাজধানীতে বিজিবি মোতায়েন
হরতালে আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
তিনি জানান, হরতালে আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধে
আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেন। এর প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।