মেয়ের বাবা হলেন ওয়াসিম আকরাম
বয়স ৪৮ বছর। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আগেই। তবে ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। কখনো ধারাভাষ্যকর, কখনো বা বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ওয়াসিম আকরাম। সঙ্গে পরিবারকে সময় দিচ্ছেন তিনি।
সম্প্রতি ভক্তদের সুসংবাদ দিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। জানালেন, কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মেলবর্নে এ কন্যা সন্তানের জন্ম দেন তার দ্বিতীয় স্ত্রী শানিয়েরা।
রোববার টুইটারে নবজাতকের একটি ছবিও পোস্ট করেছেন আকরাম। ১৯৯৫ সালে হুমাকে বিয়ে করেন ওয়াসিম আকরাম। তার প্রথম স্ত্রীর ঘরে দুই পুত্র সন্তান রয়েছে। একজন তাইমুর আকরাম, আরেকজন আকবর আকরাম। ২০০৫ সালে হুমা মারা গেলে শানিয়েরাকে বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার।