তারেকের বিরু্দ্ধে হাজার কোটি টাকার মানহানি মামলা
ফেনীতে তারেক রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা আওয়ামী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট গাজী তারেক।
মঙ্গলবার দুপুরের দিকে সিনিয়র জজ আলমগীর ফারুকির আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় বাদী গাজী তারেক উল্লেখ করেন, গত ১৫ ডিসেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করা মানে রাজনৈতিক অঙ্গনে একজন বিবেকহীন মানুষের জন্ম হওয়া। এর আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমান বিভিন্ন সময় কটূক্তি করছেন, যা বাঙালি জাতির জন্য লজ্জাজনক। এ কটূক্তি ১ হাজার কোটি টাকার মানহানি হলো।
এ দিকে জেলা আওয়ামী লীগের বন ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা ছাড়াও রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিত।