রাজধানীতে গুলি করে কোটি টাকা ছিনতাই
ডিসেম্বর ৮, ২০১৪ 57 Views
রাজধানীর মিরপুরে প্রাইভেট কারের গতিরোধ করে ফিল্মি স্টািইলে গুলি করে প্রায় এক কোটি টাকা ছিনতাই করেছে দুবৃত্তরা। অন্যদিকে গোড়ানে আরও একটি ঘটনায় ছিনতাই হয়েছে ২০ লাখ টাকা
মিরপুরের ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে রোববার সকালে প্রশিকা ভবনের সামনে, এলাকাটি রূপনগর থানার অন্তর্ভুক্ত।
যে গাড়িটি ছিনতাইকারীর কবলে পড়ে, তাতে একজন বিকাশ এজেন্ট ও একটি মোবাইল ফোন কোম্পানির কর্মকর্তা ছিলেন।
রূপনগর থানার এসআই মতলুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশিকার সামনে সকাল সাড়ে ১০টার দিকে ৬/৭টি মোটর সাইকেলে আসা কয়েক যুবক ওই গাড়িটি আটকায়।
“গাড়ির আরোহীরা নামার চেষ্টা করলে ওই যুবকরা চালকের পায়ে গুলি চালায়। এসময় তারা গাড়িতে থাকা প্রায় ৯০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।”
আহত গাড়িচালক মো. জাহিদকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাড়িতে থাকা দুজনের নাম জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা মতলুব।
ছিনতাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
গোড়ানে ২০ লাখ টাকা ছিনতাই
খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় রোববার এক দোকান কর্মচারীকে গুলি করে ২০ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
গুলিতে আহত মুদি দোকানের কর্মচারী আব্দুস সালামকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই হায়দার আলী বলেন, সকাল সাড়ে ১১টার দিকে গোড়ান একতা মুদি দোকান থেকে ২০ লাখ টাকা নিয়ে পাশের ঢাকা ব্যাংকে রিকশা নিয়ে যাচ্ছিলেন সালাম ও তার এক সহকর্মী।
“পথে তৃপ্তি হোটেলের সামনে কয়েকজন ছিনতাইকারী তার রিকশা আটকে বাম উরুতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
সঙ্গে থানা অন্য কর্মচারী আনোয়ার আহত সালামকে প্রথমে খিদমাহ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ছিনতাই হওয়া ব্যাগে ২০ লাখ টাকা ছিল বলে আনোয়ার পুলিশকে জানিয়েছেন।