জয়সুরিয়ার রেকর্ড ভাঙ্গলেন খুররাম
খেলাধুলায় বয়স কোনও বাধা নয়’-এই ধরণের মন্তব্য আকছার শোনা যায় খেলার দুনিয়ায়। এ বক্তব্যকে আরও জোরালো করলেন আরব আমিরাতের ব্যাটসম্যান খুররাম খান।
তিনি ভেঙে দিলেন শ্রীলংকার সাবেক ড্যাশিং ওপেনার সনাৎ জয়সুরিয়ার বিশ্বরেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ড এতদিন দখলে ছিল শ্রীলংকার সাবেক অধিনায়কের। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন সংযুক্ত আরব আমিরাতের খুররাম খান।
আফগানিস্তানের বিরুদ্ধে ৪৩ বছর ১৬২ দিন বয়সে সেঞ্চুরি করলেন খুররম। শ্রীলংকার জয়সুরিয়া সেঞ্চুরি করেছিলেন ৩৯ বছর ২১২ দিন বয়সে। ২০০৯ সালে ডাম্বুলায় ভারতের বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
তবে আফগানদের বিপক্ষে চার ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচেই খুররাম ১৩৮ বলে ১৩২ রানে অপরাজিত থেকে যান। তার ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কা। সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে হারায় আফগানিস্তানকে।
#